আরও পড়ুন: সেফ ড্রাইভ, সেভ লাইফের অন্য রূপ
মুর্শিদাবাদ জেলার কান্দি পুরসভার হলে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকার স্কুলগুলির হাতে কম্পিউটার, ওয়াটার ফিল্টার ও প্রেসার কুকার তুলে দেওয়া হয়। কান্দির বিধায়ক অপূর্ব সরকার ও কান্দি পুরসভা পুরপ্রধান জয়দেব ঘটকের উদ্যোগে ৫ টি স্কুলকে কম্পিউটার, ১০টি স্কুলকে ওয়াটার ফিল্টার ও ১০ টি স্কুলকে প্রেসার কুকার দেওয়া হয়।
advertisement
রাজ্যের শিক্ষা মন্ত্রক প্রাথমিক স্তর থেকেই ছেলেমেয়েদের কম্পিউটারে শিক্ষিত করে তোলার সিদ্ধান্ত নিয়েছে। তাই ধাপে ধাপে জেলার বিভিন্ন প্রাথমিক স্কুলের হাতে কম্পিউটার তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে বিনামূল্যে চালু হতে চলেছে কম্পিউটার শিক্ষা। এদিকে মুর্শিদাবাদ জেলার বহু এলাকা আর্সেনিক কবলিত। তাই ছেলেমেয়েদের পরিশুদ্ধ পানীয় জল পানের সুযোগ করে দিতে স্কুলগুলিকে দেওয়া হয় ওয়াটার ফিল্টার। পাশাপাশি স্কুলের মিড ডে মিলের রান্নার সুবিধার জন্য দেওয়া হয়েছে প্রেসার কুকার
কৌশিক অধিকারী