ঘটনার জেরে অন্যান্য রোগীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন৷ তারা বলেন, এর আগেও আমাদের কাছ থেকে এইভাবে রক্ত নিয়ে গিয়েছিলেন বহিরাগত যুবক, কিন্তু অভিযুক্ত সবসময় কর্তব্যরত চিকিৎসকের সঙ্গেই ঘুরছিলেন, এমন অভিযোগ ওঠে৷
আরও পড়ুন Jalpaiguri News: ওঝার কেরামতিতে সব শেষ সাপে কাটা রোগীর! কুসংস্কারের বলি এক নাবালক!
সাধারণ মানুষের প্রশ্ন, সাধারণ গরিব মানুষ হাসপাতালে এসেও যদি দালাল চক্রের শিকার হতে হয়, তাহলে আর কার উপরে ভরসা করা যাবে।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হাসপাতাল চত্বরে।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, সমস্ত সরকারি হাসপাতালে রক্তের বিভিন্ন নমুনা সংগ্রহ করে তা টেষ্ট করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু বিভিন্ন হাসপাতালে দেখা যায়, বর্তমানে দালাল চক্রের বাড়বাড়ন্ত বেড়েই চলেছে। যার ফলে সাধারণ রোগীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। যদিও এই ঘটনায় সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।কারা এই ঘটনার সঙ্গে জড়িত তারও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।
কৌশিক অধিকারী





