TRENDING:

Murshidabad: বহরমপুরে দুর্গাপুজোর আগে বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন

Last Updated:

ঢাক ঢোল বাজনার তালে মুখরিত হল আকাশ। শোনা গেল পুজো পুজো গন্ধ। আর মাত্র একটা মাস। আর এক মাস পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বহরমপুরঃ ঢাক ঢোল বাজনার তালে মুখরিত হল আকাশ। শোনা গেল পুজো পুজো গন্ধ। আর মাত্র একটা মাস। আর এক মাস পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ২০২১ সালে দুর্গাপূজা কে কালচারাল হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এই সাফল্য কে মাথায় রেখে ১লা সেপ্টেম্বর রাজ্যজুড়ে বর্নাঢ্য শোভাযাত্রার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতায় শোভাযাত্রার পাশাপাশি ইউনেস্কো কে ধন্যবাদ জানাতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। এদিন রেডরোডে ইউনেস্কোর প্রতিনিধি দলকে সম্বর্ধনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য এবার পূজা কমিটি গুলোকে অনুদানের অর্থ দশ হাজার টাকা বাড়িয়ে ষাট হাজার টাকা করেছে রাজ্য সরকার।
advertisement

 

 

বিদ্যুৎ বিলেও ছাড়ের পরিমাণ বাড়ানো হয়েছে। কলকাতার পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলাতেই এদিন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মুর্শিদাবাদ জেলার বহরমপুর সহ সুতি, সালারে এই পদযাত্রার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই বহরমপুর শহরে ঢাক, বাজনা, মহিলাদের শঙ্খ ধ্বনীতে পুজো পুজো গন্ধ মুখরিত হল আকাশ বাতাস। মুর্শিদাবাদ জেলার মূল অনুষ্ঠানটি আয়োজন করা হয় বহরমপুর শহরে। এদিন বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান থেকে থেকে শুরু হয় বর্নাঢ্য শোভাযাত্রা।

advertisement

View More

আরও পড়ুনঃ বড় সাফল্য, ফরাক্কাতে ডাকাতির আগে গ্রেফতার ৮ দুস্কৃতী

 

 

শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় শোভাযাত্রাটি। বিভিন্ন পূজো কমিটির সদস্যদের পাশাপাশি সাংস্কৃতিক সংস্থাগুলিও শোভাযাত্রায় অংশ নেয়। ঢাক, মুখোশ নাচ, আদিবাসী নৃত্য সহ বাংলার বৈচিত্রময় সংস্কৃতির ছোঁয়া ছিল এদিনের অনুষ্ঠানে। মুর্শিদাবাদ জেলার লোক সংস্কৃতি কে তুলে ধরে রনপা, আদিবাসী নৃত্য, রায়েবেশে নৃত্য সহ মহিলাদের শঙ্খ উলুধ্বনিতে আক্ষরিক অর্থেই পূজোর আবহ তৈরি হয়েছিল বহরমপুর শহরজুড়ে।

advertisement

আরও পড়ুনঃ নিরাপত্তাকর্মীদের মারধর, সৈদাবাদে জলকল কেন্দ্রের অফিস ভাঙচুর

 

 

প্রায় ৬০০টি পুজো কমিটি এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করে বলে জানা গিয়েছে। উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সুব্রত সাহা আখরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলাশাসক রাজশ্রী মিত্র, বহরমপুর জেলা পুলিশ সুপার কে সবরী রাজ কুমার, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী সহ জেলার একাধিক বিধায়করা।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: বহরমপুরে দুর্গাপুজোর আগে বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল