মুর্শিদাবাদের কান্দি মোহনবাগান মাঠে রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়। এই মুহূর্তে রাজ্যের কোনও কলেজে নির্বাচিত ছাত্র সংসদ না থাকলেও, দীর্ঘদিন পর আবার কলেজে ক্রীড়া প্রতিযোগিতা করার জন্য স্বেচ্ছায় এগিয়ে আসে তৃণমূল ছাত্র পরিষদ। এর আগে কলেজে শীতকালীন ইন্ডোর গেম হয়ে গিয়েছে। সোমবার পতাকা উত্তোলন করে এই কলেজ গেমসের সুচনা করা হয়। মোট ২১টি ইভেন্টে কলেজের ছাত্র ও ছাত্রীরা অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সহ কলেজের বাকি অধ্যাপক-অধ্যাপিকারা।
advertisement
আরও পড়ুন: হাম-রুবেলার টিকাকরণে বিশেষ নজর মুর্শিদাবাদে, জেলার ২২ লক্ষ শিশু পাবে ভ্যাকসিন
তৃনমূল ছাত্র পরিষদের সদস্য রিটন মণ্ডল বলেন, কান্দির রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজের ছাত্র পরিষদের উদ্যোগে সকল ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকাদের একত্রিত করে মোহনবাগান মাঠে আউটডোর স্পোর্টস অনুষ্ঠিত হয়। বিগত দিনে আমরা ইনডোর স্পোর্টস করেছিলাম। আজ আমাদের শুরু হল আউটডোর স্পোর্টস। আগামী দিনেও আমাদের এই উদ্যোগ বজায় থাকবে।
প্রতিটি বিভাগের খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এই কলেজ স্পোর্টস ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল যথেষ্ট।
কৌশিক অধিকারী