TRENDING:

Murshidabad: প্রশাসনিক বৈঠকে যোগদান করতে আসছেন মুখ্যমন্ত্রী

Last Updated:

একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৌশিক অধিকারীঃ বহরমপুরঃ রাজ্যে তৃণমূল (TMC) তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পরে মুর্শিদাবাদ (Murshidabad) জেলা সফরে প্রশাসনিক বৈঠকে যোগদান করতে মুর্শিদাবাদ জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরবঙ্গ সফর শেষ করেই মুর্শিদাবাদ (Murshidabad) জেলার বহরমপুর রবীন্দ্র সদনে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী (CM)। বিকেলে বৈঠক করবেন তিনি, পরে বহরমপুর সার্কিট হাউসে রাত্রিবাস করবেন।
বহরমপুর রবীন্দ্র সদনে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি 
বহরমপুর রবীন্দ্র সদনে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি 
advertisement

বুধবার সকালে মালদহে প্রথমে প্রশাসনিক বৈঠক করবেন তারপরেই তিনি হেলিকপ্টারে করে বহরমপুর ব্যারাক স্কোয়ারে আসবেন সেখান থেকে সড়ক পথে বহরমপুর রবীন্দ্র সদনে রওনা দেবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

মুর্শিদাবাদ (Murshidabad) জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলাতে পর্যটনে জোর দিতে একাধিক প্রকল্পের শিলান্যাস করার কথা আছে মুখ্যমন্ত্রীর (CM)। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যান্সার প্রকল্পের শিলান্যাস করবেন, এছাড়া গ্রামীণ সড়ক যোজনার অধীনে ১৩টি রাস্তার উদ্বোধন করবেন। বেশ কয়েকটি সেতু শিল্যানাস করবেন। ভগবানগোলা, সাগরদিঘী নওদা ব্লকে বেশ কয়েকটি রাস্তার শিল্যানাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১টি কমিউনিটি বাথরুম শিল্যানাস করবেন বিভিন্ন পর্যটন কেন্দ্রের। বহরমপুর পৌরসভার ১১টি পৌর স্বাস্থ্য কেন্দ্র গঠন করা হবে। গোরাবাজার ও খাগড়াতে বৈদ্যুতিক চুল্লি দীর্ঘদিন ধরে বন্ধ আছে সেই দুটি সংস্কারের জন্য শিল্যানাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার জানান, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ডালি নিয়ে জেলা সফরে আসছেন ।তিনি বৈঠক শেষে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন শুধু তাই নয় জেলার আর্থ সামাজিক পরিকাঠামোর উন্নয়নের উপর জোর দেবেন মুখ্যমন্ত্রী। আমরা খুব উচ্ছ্বসিত তার এই সফরকে ঘিরে। মুর্শিদাবাদ বিধানসভা নির্বাচনে ২২টির মধ্যে ২০টি আসন দখল করে শাসকদল তৃণমূল। ফলে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরে এই প্রথম মুর্শিদাবাদ জেলাতে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, ইতি মধ্যেই প্রশাসনিক বৈঠককে ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বহরমপুর শহরকে।

advertisement

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: প্রশাসনিক বৈঠকে যোগদান করতে আসছেন মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল