মা, বাবা, বোন নিয়ে চারজনের সংসার। ছোট থেকেই ছবি আঁকায় পারদর্শী সম্রাট কর। আর সেই পারদর্শীতাই তাকে পৌঁছে দিল দ্বিতীয় বারের জন্য সাফল্যের শিখরে। কয়েক মাস আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছিল ছাত্র। প্রথম বার দেশের ক্ষুদ্রতম গ্রিটিংস কার্ড বানিয়ে নজির তৈরি করেছিল সম্রাট।
আরও পড়ুনঃ বহরমপুরে উদ্ধার বৃদ্ধ দম্পতির মৃতদেহ, তদন্তে পুলিশ
advertisement
যার পরিমাপ ২ সেন্টিমিটার বাই ১.৫ সেন্টিমিটার মাপের দেশের পতাকা আঁকা তিন স্তর বিশিষ্ট গ্রিটিংস কার্ড। এবার ২০ ফুট উচ্চতা ও ১৬ ফুট ৭ ইন্চি চওড়া কোলাজের উপর নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি তৈরি করেছিল। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের অন্তর্গত হরপুর গ্রাম। এই গ্রামেই ছোট থেকেই বড় হয়ে ওঠা সম্রাট করের। তার তৈরী ১৫ই আগস্ট কোলাজের উপর নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি কনফার্ম করে আন্তর্জাতিক বুক অফ রেকর্ডস।
আরও পড়ুনঃ বাল্য বিবাহের কুফল ও সাইবার ক্রাইম নিয়ে ছাত্র-ছাত্রীদের সচেতনতার পাঠ
অবশেষে তার বাড়িতে এসে পৌঁছায় শংসাপত্র ও মেডেল । ছোট থেকেই অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় বহু পুরস্কার এসেছে ঝুলিতে। তবে তাতেও সে পিছিয়ে থাকেনি। ছোট থেকেই আঁকা ও হাতের কাজে পারদর্শী ছিল সম্রাট। এই সাফল্য গর্বিত তার শিক্ষক থেকে পরিবার সকলেই।
Koushik Adhikary