TRENDING:

Murshidabad News: মনোনয়ন জমার প্রথম দিনেই রক্তাক্ত মুর্শিদাবাদ! দু'পক্ষের সংঘর্ষে জখম ১৪

Last Updated:

Murshidabad News: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের প্রথম দিনেই শাসক দলের দুই গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ভরতপুর ২ ব্লক।  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। শুক্রবার থেকেই শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ । পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের প্রথম দিনেই শাসক দলের দুই গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ভরতপুর ২ ব্লক।
আহত অবস্থায় সালারে ভর্তি তৃণমূল কর্মীরা
আহত অবস্থায় সালারে ভর্তি তৃণমূল কর্মীরা
advertisement

সালারে ব্লক অফিসে সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে মিছিল করে যাওয়ার সময় সালার ব্যাসস্ট্যান্ডের কাছে যুব তৃণমূল কার্যালয়ের সামনে ভরতপুর ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামীদের উপর হামলার অভিযোগ বিধায়ক হুমায়ুন কবীর অনুগামীদের বিরুদ্ধে।

আরও পড়ুন – WB Panchayat Election 2023: পঞ্চায়েত ভোট নিয়ে জরুরী জনস্বার্থ মামলার অনুমতি কংগ্রেস ও বিজেপি-কে

advertisement

West Bengal Panchayat Election 2023: হাতে সময় ছ’দিন, মাঝে রবিবার! পঞ্চায়েতে মনোনয়নের স্লগ ওভার শুরু শুক্রবার থেকে

View More

যুব তৃণমূল কার্যালয়ের সামনে ব্লক সভাপতি অনুগামীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় আহত হন প্রায় ১৪জন। তাঁদের সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরেই উতপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

advertisement

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের প্রথম দিনেই এমন ঘটনায় পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই ঘটনার পর বিধায়ক হুমায়ুন কবিরের দাবি, আইনশৃঙ্খলার অবনতি আমরা এই নির্বাচন চলাকালীন হতে দেব না।

যদিও ভরতপুর দুই ব্লকের তৃণমূল সভাপতি মুস্তাফিজুল রহমান জানান, মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়। আলোচনা শেষ করে ষ্টেশনের কাছে আসছিলেন তিনি। তখন কিছু মোটর বাইকের ওপর দুস্কৃতীরা অতর্কিতে হামলা চালায়। বেশ কয়েকজন নেতা আহত হন, প্রধান বিজ্ঞান-সহ আরও বেশ কয়েকজন আহত হন। তিনি ঘটনাটি নিন্দনীয় বলে উল্লেখ করেন।

advertisement

বহরমপুর-মুর্শিদাবাদ জেলার তৃণমূলের চেয়ারম্যান অপূর্ব সরকার জানান, তৃণমূল কর্মীদের ওপর হামলা তীব্র নিন্দা করছি। কী কারণে এই ঘটনা ঘটেছে, তার জন্য আমরা রিপোর্ট চাইব। তবে মারামারির ঘটনার আমরা নিন্দা করি। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনেই এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় সালার এলাকায় । কী ভাবে নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করা যায় তাই নিয়েই রযেছে চিন্তা।

advertisement

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মনোনয়ন জমার প্রথম দিনেই রক্তাক্ত মুর্শিদাবাদ! দু'পক্ষের সংঘর্ষে জখম ১৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল