প্রশাসনিক সূত্রের খবর, সেই সভা থেকে বিভিন্ন সামগ্রী বিতরণ করবেন মুখ্যমন্ত্রী। উপভোক্তাদের তুলে দেওয়া হবে সরকারি সাহায্য। সবুজ সাথী প্রকল্পের সাইকেল থেকে প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল তুলে দেওয়া হবে।তার আগে রবিবার সকাল থেকেই জোর কদমে চলছে প্রস্তুতি ।
আরও পড়ুন - মকর সংক্রান্তিতে কেন হাজার হাজার পুণ্যার্থীদের সমাগম হয় জয়দেব কেন্দুলিতে
advertisement
ইতিমধ্যেই তৈরি করা হয়েছে অস্থায়ী হ্যালিপ্যাড। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী এই সভা থেকে বেশ কিছু সরকারী প্রকল্পের শিলান্যাস করবেন। অন্যদিকে এই সভা থেকেই প্রশাসনিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। রবিবার সকালে সাগরদিঘীতে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন মুর্শিদাবাদ জেলা শাসক সহ জেলার দুই পুলিশ সুপার।
আরও পড়ুন - সাজানো হল স্ত্রী ও শ্যালিকা গুপ্তধণের সন্ধানে পুলিশের কামাল ব্লু প্রিন্ট, কোটি টাকার জিনিস নিয়ে বড় খোঁজ
মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী অস্থায়ী হ্যালিপ্যাডে নামবেন। এবং সেখানেই সভা করবেন। সভা শেষ করেই কলকাতা ফিরে যাবেন। সভা কে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, মুখ্যমন্ত্রী ছাড়াও জেলার মন্ত্রী ও বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন।
Kaushik Adhikary