Birbhum News : মকর সংক্রান্তিতে কেন হাজার হাজার পুণ্যার্থীদের সমাগম হয় জয়দেব কেন্দুলিতে

Last Updated:

পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে পুণ্য লাভের আশায় যেমন গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম হয়ে থাকে, ঠিক সেই রকমই পাল্লা দিয়ে পুণ্যার্থীদের সমাগম হয়ে থাকে জয়দেব কেন্দুলিতে।

+
রাধা

রাধা বিনোদ মন্দির

#বীরভূম : পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে পুণ্য লাভের আশায় যেমন গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম হয়ে থাকে, ঠিক সেই রকমই পাল্লা দিয়ে পুণ্যার্থীদের সমাগম হয়ে থাকে জয়দেব কেন্দুলিতে। জয়দেব কেন্দুলির পাশ দিয়ে বয়ে যাওয়া অজয় নদীতে পুণ্য স্নানের জন্য মকর সংক্রান্তির আগের রাত থেকেই পুণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করেন। এছাড়াও এখানে সমাগম হতে দেখা যায় আউল বাউল সহ অন্যান্য সংগীত শিল্পীদের। তবে প্রশ্ন হল কেন এই বিপুল সংখ্যক পুণ্যার্থীরা মকর সংক্রান্তিতে মকর স্নানের জন্য এখানে এসে হাজির হন?
এর পরিপ্রেক্ষিতে জয়দেব রাধা বিনোদ মন্দিরের সেবায়েত বেনীমাধব অধিকারী জানিয়েছেন, গীতগোবিন্দ রচয়িতা কবি জয়দেবের বাড়িতেই তৈরি হয়েছে রাধা বিনোদ মন্দির। এই মন্দির তৈরি করেছিলেন বর্ধমানের রাজা কীর্তি চাঁদ বাহাদুর। কবি জয়দেব কেন্দুলী থেকে কাটোয়ায় যেতেন গঙ্গাস্নান করতে। কিন্তু একদিন কবি জয়দেবকে গঙ্গা দেবী স্বপ্নে দেখা দিয়ে জানান, তাকে আর কষ্ট করে কাটোয়া যেতে হবে না। গঙ্গা দেবী জানিয়েছিলেন, কদম কুন্ডের ঘাটে মকর সংক্রান্তিতে উজানে তিনি খোদ কেন্দুলিতে আসবেন। এরপরেই তিনি গঙ্গা দেবীর দর্শন পান।
advertisement
advertisement
কথিত এই কাহিনী অনুসারেই পুণ্যার্থীরা মকর সংক্রান্তিতে জয়দেব কেন্দুলীর অজয়ের ঘাটে এসে জমা হন গঙ্গাস্নানের জন্য। তাদের মধ্যে বিশ্বাস রয়েছে মকর সংক্রান্তিতে জয়দেব কেন্দুলীর অজয়ে স্নান করলে গঙ্গাস্নান সম পুণ্য লাভ হয়। করোনা কালে গত দু'বছর ধরে ভক্তদের সেইভাবে সমাগম হয়নি রাধা বিনোদ মন্দিরে বলে জানিয়েছেন মন্দিরের পুরোহিত। তবে ইদানিংকালে মন্দিরের কারুকার্য এবং রাধা বিনোদের দর্শন পেতে ভক্তদের আগমন ভালোভাবেই হতে শুরু করেছে।
advertisement
মকর সংক্রান্তি ছাড়াও বছরের বিভিন্ন সময় এখানকার রাধা বিনোদ মন্দিরে দূর-দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয়। যারা দূরদূরান্ত থেকে আসেন তারা রাধা বিনোদের দর্শন পেয়ে নিজেদের ধন্য বলে মনে করেন।
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : মকর সংক্রান্তিতে কেন হাজার হাজার পুণ্যার্থীদের সমাগম হয় জয়দেব কেন্দুলিতে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement