TRENDING:

Murshidabad News: যানজট সমস্যা দূর করতে বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভেঙে ফেলল কান্দি পুরসভা

Last Updated:

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখার সামনে বেআইনিভাবে গড়ে ওঠা পাঁচিল ও দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিল কান্দি পুরসভা। ফলে রাস্তা আরও চওড়া হল। এতে শহরের যানজটের সমস্যা অনেকটাই কমবে বলে দাবি করলেন কান্দি পুরসভার পুরপ্রধান জয়দেব ঘটক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: কান্দি শহরে যানজটের সমস্যা দিন দিন বেড়েই চলছিল। মহকুমার পাঁচটি ব্লকের সংযোগস্থল হল কান্দি কালীবাড়ি রোড। এখানেই অবস্থিত ষ্টেট ব্যাঙ্কের কান্দি শাখা। এই শাখার সামনে পাঁচিল থাকার কারণে ও কিছু দোকান থাকায় এই গুরুত্বপূর্ণ মোড়ে যানজটের সমস্যা আরও বেড়ে যায়। শহরের মানুষ থেকে শুরু করে অন্যান্য ব্লক থেকে প্রয়োজনে মহকুমা অফিসে কাজে আসা মানুষজন সকলেই ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। আর তাই এই যানজট সমস্যার সমাধান করতে এগিয়ে এল কান্দি পুরসভা।
advertisement

শহরের যানজটের সমস্যা সমাধান করতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখার সামনে বেআইনিভাবে গড়ে ওঠা পাঁচিল ও দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিল কান্দি পুরসভা। ফলে রাস্তা আরও চওড়া হল। এতে শহরের যানজটের সমস্যা অনেকটাই কমবে বলে দাবি করলেন কান্দি পুরসভার পুরপ্রধান জয়দেব ঘটক।

আরও পড়ুন: মাওবাদীদেরর নাম করে ১০ লক্ষ চেয়ে হুমকি চিঠি, চা দোকান থেকে ধৃত 'মাস্টারমাইন্ড'

advertisement

পুরপ্রধান ও স্থানীয় ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ পুরসভার কর্তাদের উপস্থিতিতে এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়। এদিকে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্ছেদ হওয়া দোকানগুলিকে পুর্নবাসন দেওয়া হবে। পুরসভার এই উদ্যোগে খুশি কান্দির মানুষ।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: যানজট সমস্যা দূর করতে বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভেঙে ফেলল কান্দি পুরসভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল