ঘটনার জেরে শুরু করে তদন্ত, তদন্ত নেমে একটি বাড়ির পিছন থেকে ৫টি তাজা বোমা উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ। উভয় পক্ষের দুই জন কে আটক করে বলে ফরাক্কা থানার পুলিশ প্রশাসন সুত্রে জানা গিয়েছে। কি কারণে এই বোমাবাজির ঘটনা তাও তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ প্রশাসন। ঘটনার পর এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে। ইতি মধ্যেই জঙ্গিপুর পুলিশ জেলা ও মুর্শিদাবাদ পুলিশ জেলা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে তাজা বোমা থেকে আগ্নেয়াস্ত্র।
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক! সামান্য জল দেওয়া নিয়ে বচসা, তার জেরেই ভাগ্নের হাতে খুন মামা!
তবে দুর্গাপুজো মিটে যেতেই ফের উত্তপ্ত হচ্ছে মুর্শিদাবাদ। সামান্য গরু রাখা কে কেন্দ্র এই বোমাবাজির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । স্হানীয় বাসিন্দাদের অভিযোগ, শান্ত এলাকা কে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে অহেতুক। আমরা চাইব এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তি হোক, এলাকায় ফিরে আসুক শান্তি শৃঙ্খলা।
Koushik Adhikary