গত সোমবার রাতে তাদের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শোনা গেছিল বলে দাবি স্হানীয় বাসিন্দাদের। যদিও খানেক পর সব শান্ত হয়ে যায়। মঙ্গলবার সকাল থেকে পরিবারের লোকজনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আন্না হালদারের পরিবারের লোকজন ঐ ভাড়া বাড়িতে খোঁজ করতে আসে মঙ্গলবার রাতে। বাড়ির মূল গেটের ভিতর দিক থেকে তালা দেখতে পেয়ে খবর দেওয়া হয় পুলিশকে।
advertisement
আরও পড়ুনঃ বোরখা পরে ফাইল চুরি! সুতির হারুয়া পঞ্চায়েত অফিসে ধুন্ধুমার কাণ্ড!
পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির মূল গেট ভেঙ্গে বাড়িতে প্রবেশ করতেই আন্না হালদারের মৃতদেহে নজর পড়ে। পাশের ঘরে থেকে উদ্ধার হয় সুনিল কুন্ডুর মৃতদেহ। \"রক্তাক্ত আন্না হালদারের মাথায় রয়েছে আঘাতের চিহ্ন, বাড়ি ময় রয়েছে কীটনাশকের গন্ধ, দেহের পাশ থেকে উদ্ধার হয় কিটনাশকের বোতল। ঘর থেকেই উদ্ধার হয়েছে দুটি সদ্য ভাঙ্গা চেয়ার\"। মৃতের বোন বলেন, \" দিদির দেহ দেখে অনুমান করা যাচ্ছে জামাইবাবু (সুনিল) আন্না হালদারকে খুন করে নিজেই আত্মঘাতী হয়েছে।\"
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে খোশ মেজাজে দেখা দিলেন দিলীপ ঘোষ! দেখুন..
মঙ্গলবার মধ্যরাতেই ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছেন পুলিশ । ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
Koushik Adhikary