আরও পড়ুন: হাতির হানায় বাংলার মানচিত্র থেকে মুছে যেতে বসেছে ঝাড়খণ্ড সীমান্তের এই গ্রাম!
পুলিশ সুত্রে খবর, মৃত সিভিক ভলেন্টিয়ারের বাড়ি সামসেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর গ্রামে। জানা গিয়েছে মুর্শিদাবাদের এই সিভিক ভলেন্টিয়ার গত তিনদিন ধরে থানায় খাতায় অনুপস্থিত ছিলেন। বাড়িতেও তাঁকে দেখা যায়নি।
advertisement
দুর্যোধন ঘোষের দেব উদ্ধার প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার দুপুরে হঠাৎই ফিডার ক্যানেলের জলে সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরা একটি দেহ ভাসতে দেখা যায়। দেহটি ক্ষতবিক্ষত ছিল বলে জানা গিয়েছে। এরপরই খবর দেওয়া হয় সামশেরগঞ্জ থানার পুলিশকে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। তখনই সহকর্মীরা দূর্যোধন ঘোষকে সনাক্ত করেন। এরপর ময়নাতদন্তের জন্য এই সিভিক ভলেন্টিয়ারের দেহ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কীভাবে এই সিভিক ভলেন্টিয়ারের এমন অস্বাভাবিক মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
কৌশিক অধিকারী