TRENDING:

Murshidabad News: খাল থেকে উদ্ধার সিভিক ভলেন্টিয়ারের ক্ষতবিক্ষত দেহ

Last Updated:

মৃত সিভিক ভলেন্টিয়ারের বাড়ি সামসেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর গ্রামে। জানা গিয়েছে মুর্শিদাবাদের এই সিভিক ভলেন্টিয়ার গত তিনদিন ধরে থানায় খাতায় অনুপস্থিত ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: গত তিনদিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার হল সিভিক ভলেন্টিয়ার দূর্যোধন ঘোষের দেহ। বৃহস্পতিবার দুপুরে সামশেরগঞ্জের ফিডার ক্যানেল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সামশেরগঞ্জে। এটি খুন না আত্মহত্যা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
advertisement

আরও পড়ুন: হাতির হানায় বাংলার মানচিত্র থেকে মুছে যেতে বসেছে ঝাড়খণ্ড সীমান্তের এই গ্রাম!

পুলিশ সুত্রে খবর, মৃত সিভিক ভলেন্টিয়ারের বাড়ি সামসেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর গ্রামে। জানা গিয়েছে মুর্শিদাবাদের এই সিভিক ভলেন্টিয়ার গত তিনদিন ধরে থানায় খাতায় অনুপস্থিত ছিলেন। বাড়িতেও তাঁকে দেখা যায়নি।

advertisement

দুর্যোধন ঘোষের দেব উদ্ধার প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার দুপুরে হঠাৎই ফিডার ক্যানেলের জলে সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরা একটি দেহ ভাসতে দেখা যায়। দেহটি ক্ষতবিক্ষত ছিল বলে জানা গিয়েছে। এরপর‌ই খবর দেওয়া হয় সামশেরগঞ্জ থানার পুলিশকে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। তখনই সহকর্মীরা দূর্যোধন ঘোষকে সনাক্ত করেন। এরপর ময়নাতদন্তের জন্য এই সিভিক ভলেন্টিয়ারের দেহ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কীভাবে এই সিভিক ভলেন্টিয়ারের এমন অস্বাভাবিক মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: খাল থেকে উদ্ধার সিভিক ভলেন্টিয়ারের ক্ষতবিক্ষত দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল