মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই আঞ্চলিক রক্ত সঞ্চালন কেন্দ্রে আট হাজার ইউনিট রক্ত মজুত রাখার ব্যবস্থা রয়েছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের উদ্যোগে এই প্রথম মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে এই আঞ্চলিক রক্ত সঞ্চালন কেন্দ্রের পথচলা শুরু করল।
আরও পড়ুন Murshidabad News: ডোমকলে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র! গ্রেফতার এক
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ফিতে কেটে রিজিওনাল ব্লাড ট্রান্সফিউশন সেন্টারের উদ্বোধন করেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসবিপি ডা: অমিও কুমার বেরা ও প্রিন্সিপাল ডাঃ অমিত দান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংকের মেডিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট সুপার, অ্যাডিশনাল সুপার সহ মেডিক্যাল টিমের সদস্যরা।
advertisement
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ওপর নির্ভর করে জেলা সহ পার্শবর্তী জেলার রোগী। পাশাপাশি, মুর্শিদাবাদ জেলার অন্যান্য মহকুমা হাসপাতাল, ব্লক গ্রামীণ হাসপাতাল সহ দুই সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তের সংকট দূর করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাঃ অমিও কুমার বেরা জানান, আমাদের রক্ত সংরক্ষণের ক্ষমতা বাড়ছে এবার। তবে তিনি আহ্বান জানিয়েছেন রক্তদান করার জন্য।
আরও পড়ুনঃ পুকুর থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, উঠছে রহস্যর গন্ধ
বহরমপুর থেকে প্রায় দেড় হাজার জন থ্যালাসেমিয়া রোগী রক্ত পেয়ে থাকেন। জরুরি অবস্থায় প্রতিদিন অনেকেই রক্ত দান করে থাকেন। আরও অনেকে রক্ত দানের উদ্যোগ নিলে সুবিধা হবে বলে তিনি জানান। স্বাস্থ্য দফতরের উদ্যোগ রূপায়ণে এগিয়ে আছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল। চিকিৎসা করাতে আসা এক রোগী জানান, মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা। তবে বহরমপুরে এই রক্ত সঞ্চালন কেন্দ্রের ফলে আগামী দিনে উপকৃত হবেন রোগী ও রোগীর আত্মীয়রা। এতে মুর্শিদাবাদ জেলার রক্তে ভেসে ঘাটতি অনেকটাই কমবে বলে আশাবাদী জেলাবাসীর।
কৌশিক অধিকারী






