আজ রবিবার ছট পুজো। প্রতি বছরের ন্যায় এই বছরও ছট পুজোর আনন্দে মাতোয়ারা শহরবাসী। বহরমপুর শহরের বিভিন্ন নদীর ঘাটে মূলত সূর্য উপাসনার এক বিশেষ উৎসব পালন করা হবে এই ছটপুজোয়ে। ছট পুজোতে সূর্যের আরাধনা করা হয়। তিন দিন উপোস থাকার পর সূর্য দেবের উদ্দেশ্যে পুজো অর্পন করা হয় এদিন। তবে এবছর ফলের বাজার অগ্নিমূল্য। ফল কিনতে গিয়ে মাথায় হাত আমজনতার ।
advertisement
আরও পড়ুন ৮ বছরের বাচ্চার হাতের কাজে তাক লেগেছে! বানিয়েছে ১ ফুটের কালী প্রতিমা
তবে যতই ফলের বাজার অগ্নিমূল্য হোক না কেন ফল ছাড়া তো আর পুজো হয় না৷ তাই কিনতেই হবে ফল। বাজারের থলিতে রয়েছে কলা, তরমুজ, আপেল, পেপে কি নেই সেখানে । মুলত এই পুজোতে গোটা ফল কিনতে হয় । যেকোনো পুজোর আগে তো ফলের দাম বেড়েই যায়। এবার ও ফলের দাম যথেষ্ট ই বেশি বলে জানান এক ক্রেতা। ফলের বাজারে যথেষ্ট ই ভিড় রয়েছে ক্রেতাদের। এবছর ফলের বাজার বেশ ভালোই বলে মনে করছেন বিক্রেতারা। বিক্রেতারা জানান, কোভিডের পরে এবছর বাজার বেশ ভাল।
যদিও ক্রেতারা জানান, নানা রকমের ফল কিনতে এসেছি বহরমপুরে বাজারে। এবছর ফলের দাম বৃদ্ধি আছে। সুর্য দেবের পুজো উপলক্ষে নিখুঁত ফল নেওয়া হয়। তবে আকাশ ছোঁয়া দাম বৃদ্ধির ফলে আমরা সমস্যায় পড়েছি। ফলে মধ্যবিত্তের মধ্যে এইভাবে পুজো পরিচালনা করা মুস্কিল।
কৌশিক অধিকারী