কোভিড মহামারি পরিস্থিতির পর এবছর কার্তিক পুজোর আনন্দে মেতে উঠেছেন মুর্শিদাবাদ জেলাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শহরের ওলিগলি সমস্ত জায়গায় পুজো দিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। কয়েকশো বছরের পুরনো ছুতারপাড়ার বাথানগড়ের বুড়ো শিব। সবচেয়ে পুরনো হিসাবে ধরলে আবার বেনেপাড়ার বাবু কার্তিক এগিয়ে।
আরও পড়ুনঃ নিমতিতা বিস্ফোরণ কান্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল এনআইএ
advertisement
এছাড়া হাতিঢিপির হাতি কার্তিক, ঘোষ পাড়ার হাতি কার্তিক, চ্যাটার্জি পাড়ার রাজ কার্তিক, কামারপাড়ার জাগ্রত নটরাজ পূজা, ছুতার পাড়া অমর সঙ্ঘের রাজ কার্তিক, বাজার পাড়ার রাজলক্ষ্মী, বারোয়ারিতলা ও ছাপাখানা মোড়ের শিবদুর্গা, নেতাজী পার্কের সামনের কমলাকামিনী, তাঁতি পাড়ার বিরাট সরস্বতী, আশ্রম পাড়ার বিশ্বকর্মা, বড়ুয়া কলোনির বুড়ো শিব, নেতাজী পার্ক রোডের মহাপ্রভু সঙ্ঘের শ্রী চৈতন্য, বাউরি পাড়া বালক সঙ্ঘের সুবিশাল রাম-লক্ষ্মণ কাঁধে হনুমান, মিলন সঙ্ঘের চার হাতের ভৈরব, লোকনাথ সঙ্ঘের শঙ্খ হাতে নীল শিব, কাছারি পাড়ার নীল শিব, বাগদিপাড়া তমালতলার বিশ্বরূপ, বেতাল সমিতির বাল গণেশ, দরগা তলার পাশের গলির রামকৃষ্ণ নজর কেড়েছে শোভাযাত্রায়।
আরও পড়ুনঃ ডেঙ্গি প্রতিরোধে সচেতনতার বার্তা, পথনাটিকার আয়োজন কান্দিতে
ছাপাখানা নবারুণ সঙ্ঘের দক্ষযজ্ঞ পূজোর আলোকসজ্জায় মোহিত বেলডাঙাবাসী। আলোর সাজে তাদের সঙ্গে পাল্লা দিচ্ছে শিশির সঙ্ঘ। কামারপাড়া জাগ্রত নটরাজ পূজো দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ চলে বিশেষ পূজো। পূজো কে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মানুষের ঢল নামে। বৃহস্পতিবার পূজো শেষ হতেই শুক্রবার দুপুরের পর থেকে মেতে ওঠেন শহরবাসী কার্তিক লড়াইয়ে। যা মুর্শিদাবাদ জেলার অন্যতম শ্রেষ্ঠ উৎসব, কার্তিক লড়াই দেখতে বহু পর্যটকরা উপস্থিত হন, যা নজর কারে সকলের।
Koushik Adhikary