Murshidabad News: ডেঙ্গি প্রতিরোধে সচেতনতার বার্তা, পথনাটিকার আয়োজন কান্দিতে

Last Updated:

মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যে জুড়ে বৃদ্ধি হচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এবার সাধারণ মানুষ কে সচেতনতার বার্তা দিতে এগিয়ে এল কান্দি পৌরসভা। কান্দি পৌরসভা পক্ষ থেকে কান্দি থানার মোড় সহ বিভিন্ন এলাকায় পথ চলতি সাধারণ মানুষ কে সচেতনতা করা হল পথ নাটিকার মাধ্যমে।

+
title=

#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যে জুড়ে বৃদ্ধি হচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এবার সাধারণ মানুষ কে সচেতনতার বার্তা দিতে এগিয়ে এল কান্দি পৌরসভা। কান্দি পৌরসভা পক্ষ থেকে কান্দি থানার মোড় সহ বিভিন্ন এলাকায় পথ চলতি সাধারণ মানুষ কে সচেতনতা করা হল পথ নাটিকার মাধ্যমে। পাশাপাশি প্লাষ্টিক মুক্ত শহর ও জঞ্জাল মুক্ত শহর গড়তেই কলকাতা থেকে আগত পথ নাটিকার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও কান্দি থানার আইসি সুভাষ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা।
করোনার প্রকোপ কমে গেলেও দোসর হিসাবে পাল্লা দিয়ে ডেঙ্গি বাড়তে থাকায় ঘুম ছুটেছে স্বাস্থ্য দফতরের। চিকিৎসক সমাজের মতে কেবল পুরসভা উদ্যোগ নিলেই চলবে না। ডেঙ্গি রোধে নিজেদেরও সচেতন থাকতে হবে। পাশাপাশি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরেও জোর দিয়েছেন। সরকারি পরীক্ষার পাশাপাশি বেসরকারি ল্যাবেও অনেকেই ডেঙ্গি পরীক্ষা করাচ্ছেন অনেক সময় সেই সব তথ্য সামনে আসছে না।
advertisement
advertisement
ফলে আক্রান্তের সঠিক সংখ্যা সরকারি পরিসংখ্যানের থেকে অনেকটাই বেশি বলেই মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সরকারি ভাবে দ্রুত টেস্টের রিপোর্ট দেওয়ার কথাও বলা হয়েছে বেসরকারি ল্যাব ও সরকারী ব্লাড ব্যাঙ্কে। স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া হয়েছে ১৪ দফা নির্দেশিকা। প্রয়োজনের পরীক্ষার দিনেই যাতে রিপোর্ট দেওয়া যায় সেই কথা বলা হয়েছে। কার্যত প্রত্যেকদিন রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে। সেদিকে তাকিয়ে বিশেষ সতর্ক স্বাস্থ্য দফতর।
advertisement
আরও পড়ুনঃ নিমতিতা বিস্ফোরণ কান্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল এনআইএ
পাশাপাশি, মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যে জুড়ে ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ইতি মধ্যেই ৭৫ মাইক্রনের কম এবং কোম্পানীর ছাপবিহীন প্লাস্টিক ব্যবহার করার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে। কোম্পানির জাল ছাপ দিয়ে ৭৫মাইক্রোনের নীচে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। তাই প্লাস্টিক মুক্ত শহর গড়তে ও ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি করতে পথ নাটিকার আয়োজন করা হল কান্দি শহর জুড়ে।
advertisement
Koushik Adhikary
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ডেঙ্গি প্রতিরোধে সচেতনতার বার্তা, পথনাটিকার আয়োজন কান্দিতে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement