আরও পড়ুন: জয়নগরে আবার দুর্ঘটনার কবলে অটো, পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ
মুর্শিদাবাদের হরিহরপাড়ার দস্তুরপাড়া, শ্রীহরিপুর, উত্তর হরিহরপাড়া সহ বিভিন্ন এলাকায় কৃষকদের জমিতে গিয়ে খোঁজখবর নিলেন হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিক। হঠাৎ বিডিওকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন কৃষকরা। হঠাৎ বৃষ্টিতে তাঁদের চাষের কতটা ক্ষতি হয়েছে সেই খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানান কৃষকরা। তাঁদের কথাবার্তা শুনে চাষের জমিতে দাঁড়িয়েই ফোনে ব্লক সহ কৃষি অধিকর্তার সঙ্গে কৃষকদের কথা বলিয়ে দেন বিডিও।
advertisement
চাষি তসলিম মণ্ডল জানান, তাদের এই অসহায় পরিস্থিতিতে খোদ বিডিও এসে খোঁজখবর নেওয়ায় তাঁরা খুশি। এদিকে বিডিও রাজা ভৌমিক বলেন, শিলাবৃষ্টিতে এলাকার ধান ও পাট চাষের ক্ষতি হয়েছে। তাই সকাল সকাল কৃষক ভাইদের মাঠে গিয়ে খোঁজখবর নেন। এই বিপদের দিনে প্রশাসন তাঁদের পাশে থাকবে বলে কৃষকদের আশ্বস্ত করেন তিনি। এদিকে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহের শিলাবৃষ্টিতে হরিহরপাড়ায় কয়েক হাজার বিঘে জমির ধান ও পাট চাষের ক্ষতি হয়েছে।
কৌশিক অধিকারী