জানা গিয়েছে, প্রবল বৃষ্টির জেরে জল বেড়ে যাওয়ায় বাঁশের সেতু ভেঙে বিপত্তি মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি জল নেমে আসে মাসনা নদীতে। আর এরই মাঝে সামশেরগঞ্জের সাঁকরঘাটে শনিবার সন্ধ্যায় হঠাৎ করে বিকট শব্দ শুনতে পায় গ্ৰামবাসীরা। শব্দ শুনতে পেয়ে ছুটে গিয়ে তাঁরা দেখেন, ভেঙে পড়ে নদী পারাপারের একমাত্র বাঁশের সেতু। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়ে বেশ কয়েকটি গ্রামের মানুষজন।
advertisement
গ্রামবাসীরা জানান, সেই সেতু একমাত্র ভরসা। এই সেতু দিয়ে বহু ছাত্র ছাত্রী প্রতিদিন স্কুলে যাতায়াত করে। এর আগেও ভেঙে পড়ে সেতুটি। আপাতত একটি মাত্র ছোট নৌকা দিয়েই চলাচল করছে সেখানকার মানুষ। এই ভাবে সাধারণ গ্রামবাসীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বারবার। সরকার থেকে কোনও রকমে পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সেতু ভেঙে যাওয়ার ফলে ব্যাপক ভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাঁকোরঘাট নপরা-সহ বেশ কয়েকটি গ্রামের মানুষজনকে।
আরও পড়ুন: বায়ুদূষণ কমাতে নতুন হাতিয়ার! বায়ুকে পরিশ্রুত করার যন্ত্র নজর কেড়েছে সকলের
আরও পড়ুন: জলের স্রোতে ভেসে যাচ্ছে ওটা কী! হাড় হিম করা দৃশ্য দেখে আঁতকে উঠল সকলে
জানা যায়, অন্য দিকে নবগ্রামের হজবিবি ডাঙা অঞ্চলের মিল্কি ডাঙাপাড়া এলাকায় ব্রাহ্মণী নদীতে ধস নামতে থাকে। সেই ধস নামার কারণেই মিল্কি ডাঙাপাড়া এলাকা জলমগ্ন হয়ে পড়ে। আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। রবিবার ব্রাহ্মণী নদীর ধ্বস এখনও না কমায় নদীর জল ঢুকছে গ্রামে। এই নিয়ে সেখানে ছুটে যান নবগ্রাম থানার পুলিশ ও BDO অঙ্কিত আগরওয়াল। এ ছাড়াও নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রুপলাল মন্ডল এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ সহ আরো অনেকেই। প্রশাসনের পক্ষ থেকে আজ সকাল থেকেই ওই নদীর বাঁধ সংস্কারের কাজ চলছে বলে জানা যায়। এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
কৌশিক অধিকারী