রাস্তায় দেখা মিলল গায়ক অরিজিৎ সিংয়ের। এলাকার বাসিন্দারা খোঁজ নিলেন কেমন আছেন। বউ কোথায়।উত্তর দিয়েই সটান স্কুটি নিয়ে চলে গেলেন পাড়ার ছেলে গায়ক অরিজিৎ সিং।
আরও দেখুন
এই ভিডিও যা এখন সুপারডুপার হিট, সেখানে অরিজিৎ সিংয়ের পরণে লুঙ্গি, হাতে বাজারের ব্যাগ৷ সকলে তাঁকে কুশল বিনিময় করলে হালকা গলায় উত্তর দিচ্ছিলেন৷ কিন্তু বউয়ের কথা উঠতেই পগার পাড় স্কুটি চেপে৷
advertisement
আরও দেখুন
বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। তাকে চেনেন না এমন ভারতীয় বোধহয় কেও নেই। দেশ ছাড়িয়ে বিদেশে সুনাম অর্জন করেছেন অরিজিৎ। তার কর্মকান্ডের সকলেই প্রশংসার দাবি রাখছে। ইতি মধ্যেই শো করে জিয়াগঞ্জে ফিরেছে। ভাঙা মনের মলম অরিজিৎ-এর কন্ঠ, কারুর কাছে ভগবানতুল্য জিয়াগঞ্জের এই ভূমিপুত্র। অথচ যাঁকে ঘিরে এত আলোচনা, এত আলোর রোশনাই, সেই মানুষটা বরাবর থাকতে ভালোবাসেন লাইমলাইট থেকে দূরে থাকতে ভালোবাসেন সব সময়ই। গোটা ভারত অরিজিতকে একবার ছুঁয়ে দেখতে হা-পিত্যেশ করে বসে থাকে, হাজার হাজার টাকার কনসার্টের টিকিট কাটতে কুন্ঠাবোধ করে না। কিন্তু সেই নিয়ে কোনও হেলদোল নেই অরিজিতের।
আর এই অরিজিৎ কে দেখা গেল সাদামাটা ভাবে। হাতে একটি প্যাকেট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে হেঁটে এলেন অরিজিৎ, পরনে সবুজ রঙা ঢলা প্যান্ট ও ছাই রঙা টি-শার্ট। উলটো দিকে দাঁড়ানো প্রতিবেশীদের দেখে হাসিমুখে প্রশ্ন, ‘ভালো আছো সবাই?’ সম্মতি জানিয়ে উলটো দিক থেকে প্রশ্ন গেল অরিজিতের কাছে। ‘তুমি ভালো আছো?’ গায়কের সটান জবাব- ‘এই চলে যাচ্ছো গো’।
আজ বৌদির (কোয়েল) দেখা নেই কেন? এমন প্রশ্ন শুনে হাসিমুখে অরিজিত বললেন, ‘ও এখন রক্ত দিতে গেছে.. তাই এলো না’। তারপর স্কুটিতে স্টার্ট দিয়ে বলে উঠলেন, ‘এই চলছে, আর দাঁড়াতে পারব না’।
Kaushik Adhikary