বহরমপুরে এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । মঙ্গলবার বিকালে উদ্ধার কাজ চালানোর পর দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে দেহ উদ্ধার করে। বহরমপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুনঃ কলকাতা থেকে বালুরঘাট পাচার ! বেসরকারি বাসেই ধরা পড়ল ১৮০০টি বোতল ! কী ছিল তাতে? জানলে চমকে যাবেন
advertisement
এলাকার বাসিন্দারা জানান, সাহেব সেখ দৈনিক দুপুর তিনটে নাগাদ বাড়ি থেকে বের হয় মাঠে যাবে বলে। কিন্তু সে সাঁতার জানত না। আর সাঁতার না জানতেই গঙ্গাতে নামে বন্ধুদের সাথে। আর তার জেরেই এই বিপত্তি। হঠাৎই আমরা জানতে পারি সাহেব তলিয়ে গিয়েছে ভাগীরথী নদীতে।
আরও পড়ুনঃ টোটোযাত্রী সেজে মোবাইল চুরি! হাতে নাতে ধরে গনধোলাই
আমরা খোঁজা খুজি শুরু করি। অবশেষে উদ্ধার হল দেহ। পরিবারের এই কিশোরের জলে ডুবে মৃত্যুর পর শোকাহত গোটা এলাকা। অন্যদিকে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।
Koushik Adhikary