TRENDING:

Murshidabad News: অমরনাথে যাত্রায় গিয়ে আটকে বাপ্পাদিত্য, খড়গ্রামে প্রহর গুণছে পরিবার!

Last Updated:

Murshidabad News: ৮ই জুলাই অমরনাথের পবিত্র গুহায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু বাঁধভাঙ্গা বৃষ্টি এবং হড়পা বানের জেরে তাঁরা রাস্তাতে আটকে পড়েন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গ্রামঃ বর্ফানি বাবা অর্থাৎ অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুর্শিদাবাদ জেলার (Murshidabad district) খড়গ্রাম ব্লকের জয়পুর গ্রাম পঞ্চায়েতের সাওনি গ্রামের বাসিন্দা বাপ্পাদিত্য প্রামানিক। পেশায় দুর্গারামপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক। ভ্রমণপিপাসু ব্যক্তি।বাপ্পাদিত্য প্রামাণিকের বাবা অনিল কুমার প্রামাণিক জানান, গত ৩রা জুলাই বহরমপুরের তিনজন বন্ধু ও কৃষ্ণনগরের একজন বন্ধুর সাথে অমরনাথের (Amaranth) উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বাপ্পাদিত্য বাবু। গত ৭ই জুলাই হাঁটা শুরু করেছিলেন অমরনাথ দর্শন করার জন্য।
এখনও ফেরেননি বাপ্পাদিত্য
এখনও ফেরেননি বাপ্পাদিত্য
advertisement

৮ই জুলাই অমরনাথের পবিত্র গুহায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু বাঁধভাঙ্গা বৃষ্টি এবং হড়পা বানের জেরে তাঁরা রাস্তাতে আটকে পড়েন। ফলে সেনাবাহিনীর তৎপরতায় তাঁরা আশ্রয় পান সেনাবাহিনীর ক্যাম্পে। পরিবারের সদস্যরা তাঁর কোন খোঁজ না পেয়ে উৎকণ্ঠের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন।

আরও পড়ুন: নেপাল থেকে পালিয়ে ৫ কিশোর এল হাওড়ায়, উদ্দেশ্য শুনলে চমকে উঠবেন! বলে কী ওরা!

advertisement

অবশেষে রবিবার রাতে বাপ্পাদিত্য প্রামাণিক পরিবারকে ফোন করে জানিয়েছেন যে, বর্তমানে তিনি সুস্থ আছেন।তবে অমরনাথ দর্শন করতে পারেননি। সোমবারে যদি সেনাবাহিনী অনুমতি দেয় তবেই অমরনাথ দর্শন হবে। না হলে ফিরে আসবেন সমতলে। বর্তমানে তাঁর পরিবারের সদস্যরা উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। পরিবারে বাবা মা স্ত্রী ও এক ছেলে রয়েছে। কবে বাপ্পাদিত্য প্রামাণিক ফিরে আসবেন তাই ভাবছেন তাঁর বাবা অনিল প্রামাণিক।

advertisement

View More

আরও পড়ুন: জেলাভিত্তিক সমীক্ষায় প্রবল উদ্বেগের ছবি, বাংলার করোনা-চিত্রে ভয়াবহ আশঙ্কা!

উল্লেখ্য গত ৮ই জুলাই শুক্রবার শুরু হয় চরম প্রাকৃতিক দুর্যোগ। মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয় ঘটে অমরনাথ যাত্রায় । প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। নিখোঁজ প্রায় চল্লিশ জন। ঘটনাস্থল থেকে প্রায় ১৫ হাজার তীর্থযাত্রীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার দ্বিতীয় বেসক্যাম্পে গিয়ে আটকে পড়েছিলেন বাপ্পাদিত্য। পরে সেখান থেকে আরো তিন কিলোমিটার দূরে সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তীর্থযাত্রীদের দলকে। আপাতভাবে স্থগিত করা হয়েছে অমরনাথ যাত্রা। সোমবার থেকে ফের শুরু হবে অমরনাথ যাত্রা। তবে কবে ফিরে আসবেন বাপ্পাদিত্য প্রামাণিক তা নিয়ে চিন্তিত পরিবার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

---কৌশিক অধিকারী 

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: অমরনাথে যাত্রায় গিয়ে আটকে বাপ্পাদিত্য, খড়গ্রামে প্রহর গুণছে পরিবার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল