৮ই জুলাই অমরনাথের পবিত্র গুহায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু বাঁধভাঙ্গা বৃষ্টি এবং হড়পা বানের জেরে তাঁরা রাস্তাতে আটকে পড়েন। ফলে সেনাবাহিনীর তৎপরতায় তাঁরা আশ্রয় পান সেনাবাহিনীর ক্যাম্পে। পরিবারের সদস্যরা তাঁর কোন খোঁজ না পেয়ে উৎকণ্ঠের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন।
আরও পড়ুন: নেপাল থেকে পালিয়ে ৫ কিশোর এল হাওড়ায়, উদ্দেশ্য শুনলে চমকে উঠবেন! বলে কী ওরা!
advertisement
অবশেষে রবিবার রাতে বাপ্পাদিত্য প্রামাণিক পরিবারকে ফোন করে জানিয়েছেন যে, বর্তমানে তিনি সুস্থ আছেন।তবে অমরনাথ দর্শন করতে পারেননি। সোমবারে যদি সেনাবাহিনী অনুমতি দেয় তবেই অমরনাথ দর্শন হবে। না হলে ফিরে আসবেন সমতলে। বর্তমানে তাঁর পরিবারের সদস্যরা উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। পরিবারে বাবা মা স্ত্রী ও এক ছেলে রয়েছে। কবে বাপ্পাদিত্য প্রামাণিক ফিরে আসবেন তাই ভাবছেন তাঁর বাবা অনিল প্রামাণিক।
আরও পড়ুন: জেলাভিত্তিক সমীক্ষায় প্রবল উদ্বেগের ছবি, বাংলার করোনা-চিত্রে ভয়াবহ আশঙ্কা!
উল্লেখ্য গত ৮ই জুলাই শুক্রবার শুরু হয় চরম প্রাকৃতিক দুর্যোগ। মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয় ঘটে অমরনাথ যাত্রায় । প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। নিখোঁজ প্রায় চল্লিশ জন। ঘটনাস্থল থেকে প্রায় ১৫ হাজার তীর্থযাত্রীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার দ্বিতীয় বেসক্যাম্পে গিয়ে আটকে পড়েছিলেন বাপ্পাদিত্য। পরে সেখান থেকে আরো তিন কিলোমিটার দূরে সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তীর্থযাত্রীদের দলকে। আপাতভাবে স্থগিত করা হয়েছে অমরনাথ যাত্রা। সোমবার থেকে ফের শুরু হবে অমরনাথ যাত্রা। তবে কবে ফিরে আসবেন বাপ্পাদিত্য প্রামাণিক তা নিয়ে চিন্তিত পরিবার।
---কৌশিক অধিকারী