Corona in West Bengal: জেলাভিত্তিক সমীক্ষায় প্রবল উদ্বেগের ছবি, বাংলার করোনা-চিত্রে ভয়াবহ আশঙ্কা!
- Published by:Suman Biswas
Last Updated:
Corona in West Bengal: যত দিন যাচ্ছে করোনা ততই বাড়ছে। রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে জেলভিত্তিক সমীক্ষায় উদ্বেগের ছবি।
#কলকাতা: করোনা নিয়ে রাজ্যের সেন্টিনেল সার্ভেতে উদ্বেগজনক চিত্র উঠে এল। উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে রাজ্যে করোনা সংক্রমণ। দৈনিক যত মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, উপসর্গহীন ভাবে ঘুরে বেড়ানো করোনা আক্রান্তের সংখ্যা তার থেকে নেহাত কম নয়। এমনটাই ধরা পড়ল পঞ্চম সেন্টিনেল সার্ভেতে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সার্ভে রিপোর্ট বলছে, রাজ্যে ১১ টি জেলা এবং স্বাস্থ্য জেলায় পজিটিভিটি রেট বা করোনা সংক্রমনের হার ১০ শতাংশের বেশি। কোথাও কোথাও কুড়ি শতাংশের অধিক। এই ১১ টি জেলাকে লাল তালিকাভুক্ত করল স্বাস্থ্য ভবন। এই জেলা গুলি হল-
নন্দীগ্রাম (24.77), উত্তর 24 পরগনা (23.65)দার্জিলিং (19.1)উত্তর দিনাজপুর (18.25)কালিমপং(16.75) পশ্চিম বর্ধমান(16.56) বসিরহাট (14.36)হাওড়া 14.23)পূর্ব বর্ধমান (14.14)কলকাতা (13.13)নদীয়া (10.15)
আরো নটি জেলাকে হলুদ তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য ভবন। এই জেলাগুলিতে পজিটিভিটি রেট 5 থেকে 10 শতাংশের মধ্যে।
advertisement
advertisement
এই জেলা গুলি হল -জলপাইগুড়ি, মালদহ, হুগলি, আলিপুরদুয়ার
রামপুরহাট দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দক্ষিণ দিনাজপুর- সাতটা জেলায় পজিটিভিটি রেট এক থেকে ৫ শতাংশের মধ্যে।
স্বাস্থ্য দপ্তরের সার্ভেতে একমাত্র স্বস্তিকার জায়গায় রয়েছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের পজিটিভিটি রেট একমাত্র এক শতাংশের নিচে।
এর আগের সেন্টিনেল সার্ভেতে সর্বোচ্চ পজিটিভিটি রেট দেখা গিয়েছিল হাওড়া জেলায়।তা ছিল ২.৩৩ শতাংশ।
advertisement
যারা করোনা আক্রান্ত হননি, করোনার কোন উপসর্গ নেই, অন্যান্য অসুখ নিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসেছেন। মূলত তাদের মধ্যে থেকে স্যাম্পেল সংগ্রহ করে করোনা পরীক্ষা করার ব্যবস্থাই হল সেন্টিনেল সার্ভে। এই সার্ভেতে যারা পজিটিভ হলেন, তারা জানেন না যে তারা করোনা আক্রান্ত। অর্থাৎ দৈনিক করোনা সংক্রমনের যে চিত্রটা কোভিড বুলেটিনে পাওয়া যায়, বাস্তব পরিস্থিতি তার থেকে অনেকটাই উদ্বেগের। রাজ্যের প্রত্যেকটি জেলা এবং স্বাস্থ্য জেলার একটি করে হাসপাতাল থেকে ৪০০ টি করে নমুনা সংগ্রহ করে সেন্টিনেল সার্ভেতে পাঠানো হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2022 2:20 PM IST