TRENDING:

Murshidabad News: বড়ঞাতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখলের অভিযোগ 

Last Updated:

বড়ঞা ব্লক তৃণমূল সভাপতি ছিলেন গোলাম মুর্শেদ জর্জ। তার নেতৃত্বে কুলি চৌরাস্তা মোড় এলাকায় একটি ব্যাঙ্কের নীচে ঘর ভাড়া নিয়ে দলীয় কার্যালয় পরিচালনা হত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অফিস নিয়ে দুই গোষ্ঠীর চাপান উতোর। ঘটনার জেরে প্রশ্ন চিহ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। ঘটনার জেরে বিরোধীরা অভিযোগ করেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়।এই কার্যালয় নিয়ে এখন বিতর্ক 
বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়।এই কার্যালয় নিয়ে এখন বিতর্ক 
advertisement

মুর্শিদাবাদ জেলাতে (Murshidabad district) সাংগঠনিক পরিবর্তন করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। জেলার বিভিন্ন জায়গার সঙ্গে বড়ঞাতেও রদবদল করা হয়েছে। বড়ঞা ব্লক তৃণমূল (Burwan Block Trinamool Congress) সভাপতি ছিলেন গোলাম মুর্শেদ জর্জ। তার নেতৃত্বে কুলি চৌরাস্তা মোড় এলাকায় একটি ব্যাঙ্কের নীচে ঘর ভাড়া নিয়ে দলীয় কার্যালয় পরিচালনা হত। গত চার মাস আগে ব্লক সভাপতি পদ থেকে সরানো হয় তাকে, সভাপতি করা হয় বড়ঞা বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে।  বর্তমানে ব্লক সভাপতি করা হয়েছে রবীন কুমার ঘোষকে। আর সেই তৃণমূল কংগ্রেসের অফিস নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চাপান উতোর তৈরি হয়েছে।

advertisement

আরও পড়ুন North 24 Parganas News: ডিজে গান বাজিয়ে ১১৯ বছরের 'দাদু'কে শেষ বিদায় জানাল গোটা গ্রাম

অভিযোগ উঠেছে, প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শেদ জর্জের অধীনে থাকা একটি তৃণমূলের দলীয় কার্যালয় দখল নিতে চায় বর্তমান ব্লক সভাপতি ও বিধায়কের নেতৃত্বে তৃণমূল কর্মীরা। এই নিয়ে কুলি এলাকায় একটি মিছিল করা হয়। তৃণমূল দলীয় কার্যালয় ছেড়ে দেওয়ার জন্য প্রাক্তন ব্লক সভাপতি গোলাম মুর্শেদ জর্জকে বলা হয়। ঘটনার জেরে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।গোলাম মুর্শেদ জর্জের অভিযোগ, রাতে থানার আধিকারিকের নেতৃত্বে দলীয় কার্যালয়ের তালা খুলতে বলা হয়। তার জন্য একটি মিছিল করা হয় কুলি এলাকায় । আর এর পরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

advertisement

View More

অন্যদিকে, বড়ঞা বিধায়ক জীবন কৃষ্ণ সাহা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। পুলিশের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। তবে এই ঘটনার জেরে বিরোধীরা নিন্দার ঝড় তুলেছেন।এলাকার সিপিএম নেতা জানান, সারা মুর্শিদাবাদ জেলা সহ বড়ঞাতে রাতে জনমানসের মধ্যে দলীয় কার্যালয় দখলদারী নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন রেজাল্ট রিভিউ করেই বাজিমাত! ষষ্ঠ র‍্যাঙ্ক পেলেন কান্দি জেমোর ছাত্রী সুদেষ্ণা ঘোষ

advertisement

কংগ্রেস নেতা জানান, বর্তমানে পুলিশ বিরোধী দলের কথা শোনেন না। সব কিছু শাসকদের কথা শোনে। বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ বলেন, বড়ঞা বিধানসভা কেন্দ্রের কুলিতে তৃণমূল দলীয় কার্যালয় দখলকে ঘিরে আদি তৃণমূল ও নব্য তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। পুলিশ তৃণমূলের দলদাস পরিণত হয়েছে বলে কটাক্ষ করেছেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
উখড়াবাসীদের জন্য সুখবর,তৈরি হতে চলেছে বহু অপেক্ষিত রোড ওভারব্রিজ!দূর হবে রেল গেট যন্ত্রণা
আরও দেখুন

কৌশিক অধিকারী

advertisement

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বড়ঞাতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখলের অভিযোগ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল