অপরদিকে, 'কাপ' শব্দের একাধিক অর্থের মধ্যে একটি হল ’সং’ রঙ্গস্থলে বিকৃত আকারে বা অঙ্গভঙ্গিতে দর্শকের কৌতুককর হাস্যোদ্দীপক বিষয়ের বা সামাজিক কুৎসিত বিষয়ের প্রতিমূর্তি বা চিত্র। আলকাপে নাচ, গান এবং এই হাস্য-কৌতুকোদ্দীপক অভিনয়ের সংমিশ্রণ ঘটেছে। মুর্শিদাবাদ জেলার বিখ্যাত আলকাপ শিল্প আজকে বিলুপ্তর পথে।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র, পুলিশের জালে এক
advertisement
তাই আলকাপ শিল্পকে বাঁচিয়ে রাখতে ও আলকাপ শিল্পীদের উজ্জীবিত করতে বিশেষ কর্মশালার আয়োজন করা হল বহরমপুরে তিন দিনব্যাপী। এই আলকাপ শিল্পীদেরকে নিয়ে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে ও জেলা ও তথ্য সংস্কৃতি দফতরের সহযোগিতায় বহরমপুর রবীন্দ্রসদনে এই কর্মশালার আয়োজন করা হয়। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আলকাপ শিল্পীরা যোগদান করেন।
আরও পড়ুনঃ ফের ভয়াবহ পথ দুর্ঘটনা মুর্শিদাবাদে! লরি অটো সংঘর্ষে মৃত ১
এই কর্মশালাতে আলকাপ শিল্পীদের সরকারী তৎপরতাই এই প্রকার কর্মশালার আয়োজনে খুশি ও উজ্জীবিত সকল প্রকার আলকাপ শিল্পীরা। মুর্শিদাবাদ জেলার প্রসিদ্ধ আলকাপ শিল্পীদের উজ্জীবিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে আগামী দিনেও আরো একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক।
KOUSHIK ADHIKARY