কখনও কি হবে এর সমাধান না, ধুকেধুকে মরতে হবে ভাঙ্গন কবে এলাকার মানুষদের। স্থায়ী সমাধান চাই এলাকায় বাসীদের দাবি উঠেছে ইতি মধ্যেই। গত এক সপ্তাহ ধরে সামশেরগঞ্জের মহেশটোলা প্রতাপগঞ্জে ভাঙন অব্যাহত আছে। ইতি মধ্যেই ভিটে মাটি বাড়ি ঘর কালী মন্দির সমস্ত কিছু তলিয়ে গিয়েছে। রবিবার বিকেলে স্হায়ী সমস্যার সমাধান দাবি করে একটি বিক্ষোভ মিছিল করা হয়েছে গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকে।
advertisement
আরও পড়ুনঃ কান্দি পৌরসভার কর ফাঁকি! সিল করা হল দোকান
মুর্শিদাবাদ জেলার জ্বলন্ত সমস্যা গঙ্গা ভাঙন। মা কালীর মন্দির থেকে বাড়ি ঘর ভিটে মাটি জমি সমস্ত কিছু তলিয়ে গিয়েছে। শুধু তাই নয়, শুধু মিথ্যা প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি দিয়েও কোন ভাঙন কবলিত এলাকার কাজ করা হয় না আদৌ । ফলে প্রতিশ্রুতি মিলে কিন্তু বাস্তবে কোনও কাজ হয় না। যার ফলে গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে বাড়ি ঘর। চোখের সামনেই বাড়ি ঘরের ভাঙন দেখেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঃ সামশেরগঞ্জে নিখোঁজ কিশোরীর দেহ উদ্ধার
অবিলম্বে গঙ্গা ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ। এখনও পর্যন্ত নেই প্রশাসনিক পর্যাপ্ত পরিমাণে পদক্ষেপ। আর যার ফলেই ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের ক্ষোভ আরও চওড়া হচ্ছে। আদৌ কি কোনও সুরাহা মিলবে নাকি চোখের সামনেই বাড়ি ঘর গোটা গ্রাম তলিয়ে যাবে এই গঙ্গা গর্ভে।
Koushik Adhikary