ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অভিযোগ, ভোটের সময় ভোট চাইতে এলেও ভোট মিটতেই টিকি দেখা যায় না জন প্রতিনিধিদের। বাসিন্দারা অবিলম্বে গঙ্গা ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন। ক্ষতিগ্রস্তদের আরও অভিযোগ, ভিটে মাটি হারানো মানুষগুলোর দুঃখ দুর্দশা শোনার জন্য প্রশাসনের কাছেও সময় নেই। সামান্য আশ্রয়ের তাগিদে বহু বার তাঁরা প্রশাসনের দারস্থ হলেও নাজেহাল হয়ে হাল ছেড়ে দিয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ বারুদের স্তুপে মুর্শিদাবাদ! ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, ধৃত এক
উল্লেখ্য, গঙ্গা পদ্মার ভাঙন মুর্শিদাবাদ ও মালদহের এক জ্বলন্ত সমস্যা। গঙ্গায় জল না বাড়লেও ভাঙন অব্যাহত থাকে সারাবছর। গণতান্ত্রিক দেশে ভোট আসে ভোট যায় কিন্তু এই ভাঙনের সমস্যার স্থায়ী সমাধান কোন দিন হয়না বলে আক্ষেপ স্থানীয় বাসিন্দাদের। আশ্রয় হারানো পরিবারগুলো ভাঙনের জেরে মঙ্গলবার সকাল থেকেই যেমন ভিটে ছেড়ে চলে যাচ্ছেন ঠিক তেমনই আগামী দিনে কোথায় থাকবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তবে এই সমস্যার সমাধান কবে হবে তা দুশ্চিন্তায় ভাঙন কবিলত এলাকার বাসিন্দারা ।
Koushik Adhikary