পদমকান্দি গ্রাম পঞ্চায়েতের ভৌগলিক অবস্থান অনুযায়ী পাতডাঙ্গা গ্রামে মুলত চারদিকে নদী। একদিকে দ্বারকা নদী ও দ্বারকার শাখা নদী। ফলে পাতডাঙ্গা গ্রামটি একটি দ্বীপের মধ্যে অবস্থিত। খড়গ্রাম ব্লক সহ কান্দি মহকুমা মুলত বন্যা প্লাবন এলাকা হিসেবেই পরিচিত। বন্যা বাদ দিয়ে বাকি বর্ষার সময়ে গাড়ি চলাচল সহ এলাকার বাসিন্দাদের পারাপার করতে অসুবিধা হতো। সেই কথা মাথায় রেখে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এই সেতু নির্মাণ করা হলে গাড়ি চলাচল যাতে করতে পারে তার জন্য প্রত্যাশা ছিল অনেক দিন ধরেই।
advertisement
আরও পড়ুন-মাসে প্রায় ২৫ কেজি মাশরুম চাষ হচ্ছে স্কুলের মধ্যেই, ব্যাপারটা কী! জানলে অবাক হবেন
আরও পড়ুন-৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছল তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা আছে কি ?
ইতিমধ্যেই দ্বারকা নদীর ওপরে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। ফলে জয়পুর গ্রাম পঞ্চায়েত, পদমকান্দি গ্রাম পঞ্চায়েত, ঝিল্লি গ্রাম পঞ্চায়েত সহ বীরভূম জেলার হাসন বিধানসভার বেশ কিছু মানুষ উপকৃত হবেন।
এই সেতু হলে সময় কম হবে গন্তব্য পৌঁছানোর জন্য।খড়গ্রামের বিধায়ক আশীষ মার্জিত জানান, দীর্ঘদিনের দাবি মেনেই গ্রামে সেতু নির্মাণের কাজ শুরু করা হয়েছে। ৪০লক্ষ টাকা ব্যায়ে সেতু নির্মাণ করা হবে। উপকৃত হবেন বেশ কিছু গ্রামের বাসিন্দারা।
কৌশিক অধিকারী