এদিন বড়ঞা ব্লক কংগ্রেসের ডাকে আয়োজিত হওয়া পথসভা থেকে অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্র ও রাজ্যের একাধিক নীতির বিরুদ্ধে সরব হলেন। অধীর চৌধুরী বলেন, বর্তমানে রাজ্য কেন্দ্র সরকার শুধু হিন্দু আর সংখ্যালঘু ভাগাভাগি নিয়েই ব্যস্ত। তাদের দ্বারা উন্নয়ন কোনভাবেই প্রকাশ পাচ্ছে না।
আরও পড়ুনঃ ভরতপুরের জজানে দোকান মালিকদের ওপর চড়াও ঘর মালিক! আহত ৫
advertisement
ভারতবর্ষ একদিকে যেমন গরিবিয়ানাই উল্লেখযোগ্য স্থান অধিকার করছে। ঠিক সেই ভাবেই রাজ্য সরকার মানুষকে ঠকিয়ে মানুষের টাকা মেরে মানুষকে বোকা বানাচ্ছে। এদিনের পথসভা থেকে তিনি বলেছেন রাস্তা হবে কিভাবে, যেখানে বড়ঞা থানার ওসি নিজেই বলে যে ১০০ টাকায় ৭৫ টাকা যায় কাট মানিতে আর ২৫ টাকা থাকে কাজ করার সে রাজ্যে তো এমন অবস্থা হবেই। প্রসঙ্গত, কালী পুজোর অনুষ্ঠানে বড়ঞা থানার ওসি সন্দীপ সেন প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার সময় ভিডিও ভাইরাল হতেই সরগরম হয় রাজ্য রাজনীতি।
আরও পড়ুনঃ প্রথমে টোটো ও পরে মোটর বাইকে ধাক্কা পিকআপ ভ্যানের! মৃত ১
আর তারই মাঝেই অধীর চৌধুরী একহাত নিলেন ওসি সন্দীপ সেন ও বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কে। একযোগে পাশাপাশি তিনি জানিয়েছেন প্রতিবাদ বা বিক্ষোভ করে যদি রাস্তা কোন সংস্কার না হয় আগামী দিনে এই রাস্তা কোন সংস্কারের দাবিতে পদযাত্রা করবেন অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে রাস্তা সংস্কারের দাবি করেছেন স্হানীয় বাসিন্দারা।
Koushik Adhikary