TRENDING:

Murshidabad News: হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের সংস্কারের দাবিতে পথে নামলেন অধীর চৌধুরী

Last Updated:

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভগ্ন দশা পরিণত মুর্শিদাবাদের হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক। উল্লেখ্য বড়ঞা থানার কুলির মোড় থেকে বর্ধমানের ফুটিসাঁকো বর্তমানে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার অন্যতম প্রধান এই সড়কটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদঃ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভগ্ন দশা পরিণত মুর্শিদাবাদের হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক। উল্লেখ্য বড়ঞা থানার কুলির মোড় থেকে বর্ধমানের ফুটিসাঁকো বর্তমানে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার অন্যতম প্রধান এই সড়কটি। বৃহস্পতিবার বিকেলে এই সড়কের অবিলম্বে সংস্কারের দাবিতে বড়ঞা থানার কুলি মোড়ে একটি পথসভা করে সরকারের বিরুদ্ধে ও বিধলেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
advertisement

এদিন বড়ঞা ব্লক কংগ্রেসের ডাকে আয়োজিত হওয়া পথসভা থেকে অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্র ও রাজ্যের একাধিক নীতির বিরুদ্ধে সরব হলেন। অধীর চৌধুরী বলেন, বর্তমানে রাজ্য কেন্দ্র সরকার শুধু হিন্দু আর সংখ্যালঘু ভাগাভাগি নিয়েই ব্যস্ত। তাদের দ্বারা উন্নয়ন কোনভাবেই প্রকাশ পাচ্ছে না।

আরও পড়ুনঃ ভরতপুরের জজানে দোকান মালিকদের ওপর চড়াও ঘর মালিক! আহত ৫

advertisement

ভারতবর্ষ একদিকে যেমন গরিবিয়ানাই উল্লেখযোগ্য স্থান অধিকার করছে। ঠিক সেই ভাবেই রাজ্য সরকার মানুষকে ঠকিয়ে মানুষের টাকা মেরে মানুষকে বোকা বানাচ্ছে। এদিনের পথসভা থেকে তিনি বলেছেন রাস্তা হবে কিভাবে, যেখানে বড়ঞা থানার ওসি নিজেই বলে যে ১০০ টাকায় ৭৫ টাকা যায় কাট মানিতে আর ২৫ টাকা থাকে কাজ করার সে রাজ্যে তো এমন অবস্থা হবেই। প্রসঙ্গত, কালী পুজোর অনুষ্ঠানে বড়ঞা থানার ওসি সন্দীপ সেন প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার সময় ভিডিও ভাইরাল হতেই সরগরম হয় রাজ্য রাজনীতি।

advertisement

View More

আরও পড়ুনঃ প্রথমে টোটো ও পরে মোটর বাইকে ধাক্কা পিকআপ ভ্যানের! মৃত ১

আর তারই মাঝেই অধীর চৌধুরী একহাত নিলেন ওসি সন্দীপ সেন ও বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কে। একযোগে পাশাপাশি তিনি জানিয়েছেন প্রতিবাদ বা বিক্ষোভ করে যদি রাস্তা কোন সংস্কার না হয় আগামী দিনে এই রাস্তা কোন সংস্কারের দাবিতে পদযাত্রা করবেন অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে রাস্তা সংস্কারের দাবি করেছেন স্হানীয় বাসিন্দারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের সংস্কারের দাবিতে পথে নামলেন অধীর চৌধুরী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল