ঘটনার জেরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাশাপাশি দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের জেরে ভোগান্তির শিকার যাত্রীরা। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, স্হানীয় একটি মাঠে নিত্যদিন জুয়ার আসর বসত। সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন ত্রিভঙ্গ, মঙ্গলবার সকাল পর্যন্ত বাড়ি ফিরে আসেননি। অনেক খোজাখুঁজি করা হলেও সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে দেহ উদ্ধার হতেই গায়ে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়।
advertisement
আরও পড়ুনঃ সামনেই কার্তিক পুজো! লড়াই জমাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
তবে মাঠের মধ্যে জুয়ার আসর বসত নিত্যদিন বলে অভিযোগ। সেই জুয়ার আসর নিয়ে কোন বিবাদ নাকি অন্য কোন কারণ আছে কিনা, তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Koushik Adhikary