মহরমের সকালে ভীন রাজ্যে থেকে বাড়ি ফিরে এসেছিল বন্ধু কাজিমুল সেখ ও রজব সেখ। বর্তমানে রাজমিস্ত্রীর কাজে কর্মরত বিহারে। মহরম উপলক্ষে মঙ্গলবার সকালে বাড়ি ফিরে আসে দুইজনে। মঙ্গলবার দুপুরে বন্ধুর কাজিমুল সেখের সাথে বেরিয়েছিল রজব সেখ, কিন্তু রাতভর আর বাড়ি ফিরে আসেনি রজব।
advertisement
আরও পড়ুনঃ সময়ের আগেই বন্ধ স্কুল! হানা দিলেন পৌরসভার চেয়ারম্যান
বুধবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটারের দুরত্বে একটি বাগানের মধ্যে রজব সেখ কে পড়ে থাকতে দেখেন গ্রামের বাসিন্দারা । রজব সেখের পরিবার কে খবর দেওয়া হলে মৃতদের সনাক্ত করে।
আরও পড়ুনঃ ডোমকলে তাজা বোমা উদ্ধার হতেই চাঞ্চল্য! কীভাবে উদ্ধার হল বোমা! দেখুন
ঘটনার জেরে রঘুনাথগঞ্জ থানায় খবরের দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। কি কারণে এই খুন তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। অন্যদিকে এই ঘটনার জেরে বন্ধু কাজিমুল সেখ কে পুলিশ জিজ্ঞেসবাদের জন্য আটক করেছে।
KOUSHIK ADHIKARY