শেষ পর্যন্ত ধনতেরাসের উৎসবের মরসুমে কঠোর সিদ্ধান্ত নিল কান্দি পৌরসভার বোর্ড ওফ কাউন্সিলর। শনিবার বিকেলে কান্দি থানার পুলিশকে সাথে নিয়ে কান্দি মেন রোডে অবস্থিত অতর্কিতে হানা দেয় পৌর কর্মীরা ঐ সোনার দোকানে। দোকান মালিককে দোকান বন্ধ করার নোটিশ দিতে গেলে সেই নোটিশ নিতে অস্বীকার করে দোকানের মালিক বলে অভিযোগ।
আরও পড়ুনঃ এই বছর একসঙ্গে ৩৩টি কালীপ্রতিমা পূজিতা হবেন এই গ্রামে!
advertisement
পৌর কর্মীরা দোকানের বাইরে নোটিশ টাঙিয়ে দিয়ে দোকান থেকে ক্রেতাদের বের করে দিয়ে দোকান সিল করে দেয় পৌর কর্মীরা। ধনতেরাসের আগে সোনার দোকান সিল করে দেওয়ার ঘটনায় কান্দি পৌরসভার ভুমিকায় খুশি প্রকাশ করেছেন কান্দি পৌরসভার নাগরিকরা। অন্যদিকে, কান্দি পৌরসভা এলাকা জেলা জুড়ে নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিক ব্যাগ। প্লাষ্টিক মুক্ত শহর গড়তে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোনার দোকান বন্ধ করার পরে ওয়ান ইউজড প্লাস্টিক নিয়েও একাধিক দোকানে হানা দেয় পৌর প্রশাসন।
আরও পড়ুনঃ পুর্ত দফতরের জমি দখল! হাইকোর্টের নির্দেশে ভাঙা হল বেআইনি নির্মাণ
একটি দোকান থেকে প্রায় ১৫ কেজি ওয়ান ইউজড প্লাস্টিক বাজেয়াপ্ত করার পাশাপাশি দোকান মালিককে মোটা টাকা জরিমানা করা হয়। সম্প্রতি কান্দি পৌরসভার উদ্যোগে বেআইনি ভাবে চোলাই মদ বিক্রির অভিযোগে একটি দোকান সিল করে দেওয়া হয়। এবার ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগেই সোনার দোকান সিল করা হল। যদিও এই বিষয়ে কিছু মুখ খুলতে চাননি দোকান মালিক।
Koushik Adhikary