বাসিন্দাদের অনেকেই অভিমত পাশেই রয়েছে বাঘেশ্বরী মন্দির। আর এই বাঘেশ্বরী মন্দিরের সঙ্গে বাঘের সম্পর্ক বহু প্রাচীন আমলের, বহু যুগ আগে বাঘের উপর চেপে বাঘেশ্বরী বাবাকে মন্দিরে প্রবেশ করতে দেখা যেত বলে কথিত আছে এলাকায়। আজ বাঘেশ্বরী বাবার কৃপায় এই অলৌকিক ঘটনা ঘটেছে বলেও অনেকে দাবী করছে। আবার ঠিক একই ভাবেই গ্রামে বাঘ ঢুকেছে বলেও আতঙ্কের সৃষ্টি হয়েছিল গ্রাম জুড়ে সকাল থেকেই। আশেপাশে গ্রামের লোকজন ঘটনাস্থলে ভিড় জমিয়েছিল। বহু তল্লাশির পর যদিও অবশেষে উদ্ধার করা হয়েছে বিরল প্রজাতির ওই যন্তুটিকে৷ যার নাম বাঘরোল বলে জানাচ্ছে বনদফতর। যদিও এটি দেখলে সকলেই মনে করবেন বাঘ তবে এটি পশ্চিমবঙ্গের একটি বিলুপ্তপ্রায় প্রাণী যা কৃষি জমিতে বেশিরভাগ দেখা যায় বলে দাবি করেছে বিশেষজ্ঞরা। অত্যন্ত নিরীহ প্রাণী বাঘরোল বা মেছো বিড়াল এমনিতেই বিলুপ্ত প্রজাতির তালিকায় পড়ে গেছে। পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী হিসেবে স্বীকৃত বাঘরোল মাঝে মধ্যে লোকালয়ে ঢুকে পড়ে। খুবই নিরীহ এই প্রাণীকে বাঘ মনে করে মেরে ফেলার ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার।
advertisement
আরও পড়ুন-আবারও বিপুল পরিমাণে উদ্ধার বোমা ও বিস্ফোরক! চলছে জোরদার তল্লাশি,আতঙ্ক এলাকায়
আরও পড়ুন-জমজমাট বালুরঘাট! কী হচ্ছে ওখানে, ভিড় জমাচ্ছে কাতারে কাতারে মানুষ
রাজ্য প্রাণী হলেও বিপন্ন প্রজাতির প্রাণীর মধ্যে পড়ে এই মেছো বিড়াল বা বাঘরোল। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সর্বোচ্চ তালিকায় স্থান রয়েছে এই বাঘরোলের। এই প্রাণীকে আঘাত করলেও তাই সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। উচ্চতায় এরা খুব বেশি হয় না। ফুট দু’য়েকের মতো উচ্চতা এবং দৈর্ঘ্য হয় আড়াই থেকে তিন ফুটের মতো। আকারে খুব একটা বড়সড় না হওয়ায় বড় শিকার ধরে খাওয়া এদের পক্ষে সম্ভব হয় না। মাছের অভাবে কোনও কোনও সময়ে ইঁদুর, কাকড়া, ব্যাঙ, শামুক বা অন্য প্রাণী ধরেও এরা খেতে পারে। তবে এরা হাঁস, মুরগি খেয়েছে এমনটা দেখা যায়নি বলে জানান জেলার বনকর্তারা। বন দফতরের কর্তারা জানাচ্ছেন, এদের গায়ে লেপার্ডের মতো ছাপ থাকে বলে অনেকেই বাচ্চা লেপার্ড ভেবেও ভুল করেন। এরা নিশাচর প্রাণী। রাতের বেলায় বার হয়ে শিকার ধরে আবার নিজের আস্তানায় ফিরে যায়।
কৌশিক অধিকারী