South Dinajpur News: জমজমাট বালুরঘাট! কী হচ্ছে ওখানে, ভিড় জমাচ্ছে কাতারে কাতারে মানুষ

Last Updated:

South Dinajpur News: যুব সমাজকে খেলার মাঠমুখী করবার উদ্দেশ্য নিয়েই বালুরঘাট নাগরিক মঞ্চের উদ্যোগে তিন দিনের ক্রিকেট প্রতিযোগিতা। বালুরঘাট পুরসভার সহায়তায় ওই প্রতিযোগিতা শুরু হওয়ায় ওই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে 'চেয়ারম্যান কাপ'। 

 'চেয়ারম্যান কাপ'
 'চেয়ারম্যান কাপ'
দক্ষিণ দিনাজপুর : যুব সমাজকে খেলার মাঠমুখী করবার উদ্দেশ্য নিয়েই বালুরঘাট নাগরিক মঞ্চের উদ্যোগে শুরু তিন দিনের ক্রিকেট প্রতিযোগিতা।বালুরঘাট পুরসভার সহায়তায় ওই প্রতিযোগিতা শুরু হওয়ায় ওই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ‘চেয়ারম্যান কাপ’।
শনিবার বিকাল সাড়ে ৩টায় বালুরঘাট শহরের হাইস্কুল মাঠে ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার মোট ৯টি দল উদ্বোধনী ক্রিকেট টুর্নামেন্টের খেলায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতা শুরুর দিনে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অমিতাভ ঘোষ, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতা উপলক্ষে বালুরঘাট হাই স্কুল মাঠকে সাজিয়ে তোলা হয়েছে অন্যরূপে।
advertisement
advertisement
জানা গেছে, বর্তমান ইন্টারনেটের দুনিয়ায় কচিকাঁচা কিংবা কিশোর প্রত্যেকেই কম বেশি আসক্ত হয়ে পড়বার কারণে মাঠে তেমন ভিড় লক্ষ্য করা যায় না।সেই ক্ষেত্রে এই ধরনের টুর্নামেন্ট একাধিকবার করা হলে খেলোয়াড় তৈরির ক্ষেত্রে আরও সুবিধা জনক জায়গায় যেতে পারে আমাদের জেলা।দীর্ঘদিন পর বালুরঘাট শহরে এত বড় মাপের খেলা অনুষ্ঠিত হওয়াতে এই দিন সকালবেলা থেকেই বালুরঘাট শহরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: জমজমাট বালুরঘাট! কী হচ্ছে ওখানে, ভিড় জমাচ্ছে কাতারে কাতারে মানুষ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement