Birbhum News: আবারও বিপুল পরিমাণে উদ্ধার বোমা ও বিস্ফোরক! চলছে জোরদার তল্লাশি,আতঙ্ক এলাকায়

Last Updated:

Birbhum News: অভিযান শুরু হতেই জেলাজুড়ে বিপুল পরিমাণে বোমা তো বিস্ফোরক উদ্ধার। গত  ১০ দিনে বীরভূম জেলার একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণে বোমা, বারুদ, জিলেটিন স্টিক, ডিটোনেটর, পিস্তল উদ্ধার।

জেলাজুড়ে পরপর উদ্ধার বোমা তো কখনও বিস্ফোরক কোথা থেকে আসছে এই সব
জেলাজুড়ে পরপর উদ্ধার বোমা তো কখনও বিস্ফোরক কোথা থেকে আসছে এই সব
বীরভূম: অভিযান শুরু হতেই জেলা জুড়ে বিপুল পরিমাণে বোমা বিস্ফোরক উদ্ধার। গত ১০ দিনে বীরভূম জেলার একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণে বোমা, বারুদ, জিলেটিন স্টিক, ডিটোনেটর, পিস্তল উদ্ধার হয়েছে।  নানুর, লাভপুর, দুবরাজপুর, পাড়ুই, নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, রাজনগ থেকে উদ্ধার বিপুল পরিমাণে বিস্ফোরক তো কখনও বোমা কখন বাজি উদ্ধার করল পুলিশ। ব্যতিক্রম হল না রবিবারও। এদিন সাঁইথিয়ার চাঁদপুর সংলগ্ন একটি মাঠ থেকে ৭০টি মত বোমা উদ্ধার হয়। অন্যদিকে রাজনগর থানার অন্তর্গত ফুলবাগানে কুলকার্নি নদীর পাশ থেকে ৬টি বোমা উদ্ধার করেছে রাজনগর থানার পুলিশ।
১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভাঙে প্রশাসনের৷ শুরু হয় রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি বাজি কারখানাগুলিতে তল্লাশি। তারপরই বীরভূম জেলা জুড়ে অভিযান চালায় পুলিশ৷ ১৮ মে লাভপুর থানার পূর্ণা গ্রামে সিআইডি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করে প্রায় ১০০ কেজি বারুদ সহ বিপুল পরিমাণে বেআইনি বাজি ও সরঞ্জাম। ২২ মে দুবরাজপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের ঘোড়া পাড়া গ্রামে তৃণমূল কর্মী শেখ সফিকের বাড়িতে বিস্ফোরণ হয়৷ শতাধিক তাজা বোমা মজুত ছিল সেখানে৷ পরে তদন্তে নামে সিআইডি। ২৪ মে সিউড়ির মসজিদ পাড়ায় একটি বাড়ি থেকে উদ্ধার হয় ৫০ কেজির বেশি বাজি।
advertisement
advertisement
অন্যদিকে কয়েকদিন আগে রামপুরহাটের নারায়ণপুর গ্রামে পুকুর পাড়ের ঝোঁপ থেকে ড্রাম ভর্তি প্রায় ৩৫ টি তাজা বোমা উদ্ধার হয়৷ নলহাটির মধুপুর থেকে প্রায় ৩২০০ টি জিলেটিন স্টিক ও ২ বস্তা ভর্তি ডিটনেটর উদ্ধার হয়৷ লস্করপুর গ্রাম থেকে ১২ টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ৷ নানুরের বাইতারা গ্রাম থেকে উদ্ধার হয় ৩০ টি তাজা বোমা। বোলপুরের যজ্ঞনগর গ্রামে ঝোঁপে ড্রাম ভর্তি ১৫ টি বোমা উদ্ধার করে পুলিশ৷ পরে গ্রামের আশেপাশে ড্রোন ক্যামেরার মাধ্যমে বোমা উদ্ধারের জন্য তল্লাশি চালানো হয়৷ লাভপুরের দরবারপুরে অঙ্গণওয়ারি কেন্দ্রের পাশ থেকে এর ড্রাম ভর্তি ১০ টি বোমা উদ্ধার করা হয়৷ পাঁড়ুই থানার অবিনাসপুরে শেখ আতাউল্লাহ ওরফে ফুলবাবুর কাছ থেকে ১ টি ৭ এমএম পিস্তল সহ একটি ম্যাগাজিন ও ৪ রাউণ্ড গুলি উদ্ধার করেছে পুলিশ৷ রামপুরহাটের কামাখ্যা মাঠে উদ্ধার প্রায় ৫০ টি তাজা বোমা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই জেলায় আরও বোমা, বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। ১৫ দিনে জেলার একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা, আগ্নেয়াস্ত্র। এই নিয়ে জেলা পুলিশের এক কর্তা বলেন, “জেলা জুড়ে পুলিশ তৎপর। তল্লাশি অভিযান চলবে।”
advertisement
Subhadip Pal
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: আবারও বিপুল পরিমাণে উদ্ধার বোমা ও বিস্ফোরক! চলছে জোরদার তল্লাশি,আতঙ্ক এলাকায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement