এই ঘটনার জেরে বনদফতরের কাছে শিয়ালগুলো ধরে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানান গ্রামের বাসিন্দারা। তাঁরা বলেন, ‘‘আমরা বসে থাকাকালীন হঠাৎই বনশিয়াল এসে আক্রমণ করে। গুরুতর আহত হন গ্রামের বাসিন্দারা। ঘটনার পর আতঙ্কিত আমরা সবাই।’’
advertisement
কয়েক মাস আগে সামশেরগঞ্জে শিয়ালের কামড়ে আহত হন অনেক গ্রামবাসী। সামসেরগঞ্জের ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের বাসিন্দাদের উপর শিয়ালের তাণ্ডব চলে। আর সেই ঘটনায় শিয়ালের কামড়ে জখম হন দুই শিশু-সহ মোট ১৩ জন গ্রামবাসী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার দোগাছি অঞ্চলের দোগাছি ও পুঠিমারী গ্রামে।
ঘটনায় গুরুতর আহতদের সামসেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। যদিও বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে বালিয়া গ্রামে শিয়ালের কামড়ে আক্রান্তের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
কৌশিক অধিকারী