ডোমকল পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে বঘাড়পুর রমনা মণ্ডলপাড়া এলাকার মাঠের মধ্যে বাঁধা হচ্ছিল বোমা। সেই সময় বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় সিরাজুল সেখ নামের এক যুবকের। বোমা ফেটে আহত হয়েছেন আরও একজন জন। হাসপাতালে ভর্তি করা হয় আহতকে। আহত যুবক নাজবুল সেখের হাত বোমায় উড়ে যায় বলে হাসপাতাল সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন: সময়ের আগেই বন্ধ স্কুল! হানা দিলেন পৌরসভার চেয়ারম্যান
অন্যদিকে, গত ১৩ই জুলাই ডোমকলের মেহেদিপাড়া এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে এক যুবকের হাত উড়ে যায়। আহত যুবকের নাম মুকলেস্বর ওরফে বাচ্চু। গুরুতর আহত এক যুবককে উদ্ধার করে বহরমপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাকে ঘিরে চাপা উত্তেজনা এলাকায়। এই দুই বোমাবাজির ঘটনার পরে ডোমকলে বিভিন্ন এলাকায় পুলিশ নাকা চেকিং শুরু করে। ডোমকলে একসাথে ২২টি সকেট বোমা উদ্ধার করল শনিবার ডোমকল থানার পুলিশ।
KOUSHIK ADHIKARY