পঞ্চায়েত নির্বাচনে ননদ-বৌদি লড়াইয়ের ময়দানে নেমেছেন কোমর বেঁধে৷ মালদহের হবিবপুর ব্লকের ঋষিপুর পঞ্চায়েতের বাহারগোলার ঘটনা। সম্পর্কে দুজনে ননদ ও বৌদি হলেও ভোটের ময়দানে নিজের জায়গা ছাড়তে নারাজ। জমে উঠেছে তাঁদের ভোট প্রচার।
আরও পড়ুন: বাচ্চাকে ঘন ঘন চুমু খান! আপনার আদর অজান্তেই ওর বিশাল ক্ষতি করে ফেলছে না তো?
advertisement
কংগ্রেস প্রার্থী তথা ননদ আদরি মণ্ডল বলেন, ‘‘আমি এই বুথে কংগ্রেসের প্রতীকে ভোটের লড়াই নেমেছি। আমার প্রতিদ্বন্দ্বিতায় সিপিআইএম প্রার্থী আমার বৌদি। তবে আমাদের মধ্যে কোনও পারিবারিক সমস্যা নেই। আমদের দুজনের সম্পর্ক ঠিক আছে, আগামীতেও ঠিক থাকবে। তবে ভোটের ময়দানে আমরা একে অপরের বিরুদ্ধে প্রচার করছি। আমি নিশ্চিত, এবারের নির্বাচনে আমি জয়ী হব৷’’
হবিবপুর ব্লকের ঋষিপুর পুর পঞ্চায়েতের বাহারগোলায় ২২১ নং বুথে কংগ্রেসের প্রার্থী হয়েছেন ননদ আদরি মণ্ডল। একই আসনে সিপিআইএমের প্রার্থী হয়েছেন বৌদি সুধা মণ্ডল। দুজনেরই সম্পর্ক ননদ বৌদি। তাঁরা দুই জনে জানিয়েছে পরিবারে ভাল সম্পর্ক। নির্বাচনে ময়দানে একে অপরকে প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখছে, ভোট নিয়ে নিজেদের জায়গা এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।
সিপিআইএম প্রার্থী তথা বৌদি সুধা মণ্ডল বলেন, ‘‘আমার প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস প্রার্থী হয়েছেন আমার ননদ। আমরা দুজনেই নিজেদের মতো করে ভোট প্রচার করছি। পারিবারিক সম্পর্ক আমাদের খুব ভাল। সাধারণ মানুষ যেদিকে ভোট দিবে সেই জয়ী হবে। তবে এই আসন থেকে আশা করছি মানুষ আমাকে সমর্থন করবে।’’
এবারে পঞ্চায়েত নির্বাচনে ২২১ নং বুথে একই পরিবারে দুইজন প্রার্থী একজন বাম ও অন্যজন কংগ্রেসের। এখন দেখার বিষয় নির্বাচনী ময়দানে এবারে জিতবে কে, ননদ না বৌদি?
হরষিত সিংহ