Vastu Tips: ঘরে ঢুকেই বাচ্চারা এদিক-ওদিক জুতো ছড়িয়ে দেয়? ঘোর সমস্যা নেমে আসতে পারে কিন্তু, মানুন এই নিয়ম
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
জুতো উল্টে রাখবেন না: বাস্তুশাস্ত্র অনুসারে, জুতো কখনওই ঘরে উল্টো রাখা উচিত নয়। এটি করলে ঘরে নেতিবাচক শক্তি বাড়বে। এতে পরিবারের সুখ-শান্তি নষ্ট হয়। তাই বলা হয় জুতো কখনও উল্টে রাখা উচিত নয়। এর ফলে ঘরে দারিদ্র্য বাড়ে।
হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়ির নির্মাণ থেকে শুরু করে অন্দরের গৃহসজ্জা, সবকিছুর জন্যই বাস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির কোন দিকে কাপড় মেলবেন, কোন দিকে জুতো রাখা উচিত, এমন ছোটখাটো বিষয়ের উপরেও নির্ভর করে বাড়ির সুখ শান্তি৷ আমরা প্রায়ই বাড়ির বড়দের বলতে শুনেছি জুতো কখনও উল্টে রাখা উচিত নয়, এটাও কিন্তু বাস্তুশাস্ত্রের অন্যতম নিয়ম৷ কারণ, জুতো উল্টোনো থাকা আসলে অশুভ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement