আরও পড়ুন: ৮২ বছর বয়সে পুতুল খেলায় মেতে বৃদ্ধা! নাতি-পুতির সঙ্গে মিলে তৈরি করেন খেলার সরঞ্জাম
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ক্যানেলের ধারে মাঠে শাক তুলতে গিয়েছিল লুসি খাতুন(১৩) ও অসীমা খাতুন (১৩) নামে দুই বান্ধবী। তারা স্কুলে সপ্তম শ্রেণিতে একই সঙ্গে পড়ত। একইসঙ্গে প্রতিবেশীও বটে। শাক তোলার সময় হঠাৎই বিপর্যয় ঘটে। গভীর গর্তে পড়ে যায় এক বান্ধবী। জলে হাবুডুবু খেতে থাকে। তাকে বাঁচাতে এগিয়ে যায় অপর বান্ধবী। সে হাত ধরে তোলার চেষ্টা করে। কিন্তু কাল সামলাতে না পেরে দু’জনেই গর্তের গভীর জলে ডুবে যায়।
advertisement
দূর থেকে বিষয়টি দেখে ছুটে আসে আশেপাশের বাসিন্দারা। তাঁরা ওই দুই কিশোরীকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু গর্তে প্রচুর জল থাকায় চেষ্টা করেও দু’জনের কারোর খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ পর গ্রামবাসীরা দু’জনের দেহ উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা ওই দুই কিশোরীকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি মালদহের চাঁচোল থানার জালালপুর এলাকার। মৃত এক কিশোরীর বাবা হাসিনুর রহমান বলেন, শাক তুলতে গিয়েছিল আমার মেয়ে ও তার বান্ধবী। দু’জনেই গভীর গর্তে পড়ে যায়। অনেক চেষ্টা করেও ওদের আর বাঁচানো গেল না।
হরষিত সিংহ






