অপরদিকে মালদহ ও পুরাতন মালদহ শহরের সাধারণ ক্রেতারাও মালদহ কলেজ মাঠে বাজি কেনার সুযোগ পাচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে বাজি বাজার বসানোই একদিকে যেমন ব্যবসায়ীদের সুবিধা হয়েছে অপরদিকে ক্রেতারাও এক জায়গায় বিভিন্ন দোকান ঘুরে নিজেদের পছন্দমতো বাজি কিনতে পারছেন। এতদিন মালদহ শহরের বিভিন্ন বাজার ঘুরে ঘুরে বাজি কিনতে হতো।
আরও পড়ুনঃ ইংরেজবাজারের দুটি এলাকা থেকে জোড়া দেহ উদ্ধার! চাঞ্চল্য
advertisement
অপরদিকে আলাদাভাবে বাজি বাজার বসায় প্রশাসনের তরফ থেকেও নজরদারি চালাতে অনেকটাই সুবিধা হয়েছে। শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ীরায় এখানে দোকান করার সুযোগ পেয়েছেন। প্রথম বছর বাজি বাজার বাসায় দূর দূরান্তের ক্রেতাদের কিছুটা সমস্যা হচ্ছে এমনটাই দাবি ব্যবসায়ীদের একাংশের। অনেকেই জানেন না প্রশাসনের উদ্যোগে আলাদা বাজি বাজার করা হয়েছে। তবে নিয়মিত এই বাজার বসলে সাধারণ মানুষের মধ্যে প্রচার হয়ে যাবে বলে জানান ব্যবসায়ীরা।
Harashit Singha