জানা গিয়েছে, মঙ্গলবার পুরাতন মালদহের এক বাসিন্দা নিজেকে কুমড়ো ব্যবসায়ী পরিচয় দিয়ে ফোন মারফৎ টোটো ভাড়া করে। ফোনে ভাড়া ঠিক করে নেন টোটো চালক গৌড়চন্দ্র রবিদাস। এদিন গাজোলে এসে তাকে বারংবার ফোন করছিল ভাড়ার জন্য। মাতইল গ্রাম থেকে কুমড়ো কেনার কথা ছিল।টোটো ভাড়া হয়েছিল ৫০০ টাকা। তাতেই রাজি হয়ে যায় টোটো চালক। নিদিষ্ট সময়ে ওই ব্যাক্তিকে নিয়ে মাতইলের উদ্দেশ্য রওনা দেয়। পথে একটি দোকান থেকে কিছু খাবার কেনেন ওই ব্যক্তি।
advertisement
আরও পড়ুন : মেট্রো স্টেশনেই ডায়াগনস্টিক সেন্টার, সময় বাঁচাতে আসা যাওয়ার পথে করিয়ে নিন দরকারি পরীক্ষা
দুজন মিলে সেই খাবার খান।খাবার খেয়ে হঠাৎ অসুস্থ বোধ করে টোটো চালক। টোটো চালক অসুস্থ হয়ে পড়তেই রাস্তার পাশে পুকুরের ধারে একটি বাগানে নিয়ে গিয়ে শুতে বলেন ওই ব্যক্তি। এরপরেই জ্ঞান হারান ঐ টোটো চালক। সেই সুযোগে টোটো ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেন অভিযুক্ত।
পরে আশেপাশের বাসিন্দারা ওই যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে চিকিৎসার জন্য রয়েছে টোটো চালক ।
আরও পড়ুন : স্কুলের শৌচালয়ে সন্তান প্রসব নবম শ্রেণীর ছাত্রীর, নিজের কলম দিয়ে কাটল সদ্যোজাতর আম্বিলিক্যাল কর্ড
খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় টোটো চালকের পরিবারের লোকেরা। অসুস্থ টোটো চালকের বাবা রবিচন্দ্র রবিদাস বলেন, টোটো ভাড়া নিয়ে গিয়েছিল আমার ছেলে। মাদক খাইয়ে আমার ছেলের কাছ থেকে টোটো ছিনতাই করে পালিয়েছে অভিযুক্ত একজন। ছেলের মোবাইলও নিয়ে পালিয়েছে অভিযুক্ত। ছেলেকে খোঁজাখুঁজি করে আমরা হদিশ পাচ্ছিলাম না। পরে জানতে পারি গাজোল এলাকায় অচেতন অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতলে নিয়ে গিয়েছে। বর্তমানে আমার ছেলে হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনায় পরিবারের পক্ষ থেকে গাজোল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।






