স্কুলের শৌচালয়ে সন্তান প্রসব নবম শ্রেণীর ছাত্রীর, নিজের কলম দিয়ে কাটল সদ্যোজাতর আম্বিলিক্যাল কর্ড
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Birth at School Toilet : স্কুলের শৌচালয়ে গিয়ে সে সন্তানের জন্ম দেয় ৷ এই ঘটনায় সকলে হতবাক ৷ নাবালিকাকে গর্ভবতী কে করল, তার খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ ৷
কাড্ডালোর : সরকারি স্কুলের শৌচালয়ের কাছে পাওয়া গিয়েছিল সদ্যোজাতের দেহ ৷ বৃহস্পতিবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় তামিলনাড়ুর কাড্ডালোর জেলার চিদম্বরম শহরে ৷ ঘটনার চার দিন পর পুলিশি তদন্তে জানা গেল সদ্যোজাতর জন্ম দিয়েছিল ওই স্কুলেরই একাদশ শ্রেণীর এক ছাত্রী ৷ পুলিশের দাবি, জেরায় ওই কিশোরী স্বীকারও করেছে এ কথা ৷ জানিয়েছে ক্লাস চলার সময়েই তার প্রসববেদনা উঠেছিল ৷ এর পর স্কুলের শৌচালয়ে গিয়ে সে সন্তানের জন্ম দেয় ৷ এই ঘটনায় সকলে হতবাক ৷ নাবালিকাকে গর্ভবতী কে করল, তার খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে জেরায় ওই ষোড়শী আরও জানিয়েছে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর সে নিজের কলম দিয়েই কেটে ফেলে তার আম্বিলিক্যাল কর্ড ৷ পুলিশের ধারণা, প্রসবের সময় অনবধানতার জন্যই সদ্যোজাত শিশু মারা যায় ৷ তবে ওই ছাত্রী পুলিশকে জানিয়েছে সে মৃত সন্তান প্রসব করেছে ৷ যদিও পুলিশ মনে করে, প্রসবকালীন সাহায্য পেলে হয়তো সদ্যোজাতকে বাঁচানো যেত ৷
advertisement
আরও পড়ুন : মেট্রো স্টেশনেই ডায়াগনস্টিক সেন্টার, সময় বাঁচাতে আসা যাওয়ার পথে করিয়ে নিন দরকারি পরীক্ষা
তদন্তে ছাত্রী স্বীকার করেছে স্কুলের শৌচালয়ের কাছে উদ্ধার হওয়া মৃত সদ্যোজাত সে-ই প্রসব করেছে ৷ সে যে অন্তঃসত্ত্বা, এ কথা তার পরিবারের কেই জানত না বলে দাবি তার ৷ ঘটনায় জড়িত থাকার সন্দেহে কিশোরীর আত্মীয়-সহ কয়েক জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ ৷ তবে সদ্যোজাতর জন্মদাতার কোনও খোঁজ পাওয়া যায়নি এখনও৷
advertisement
advertisement
আরও পড়ুন : সাইরাস মিস্ত্রির শেষকৃত্যে যোগ দেন রতন টাটার সৎ মা ৯২ বছর বয়সি প্রবীণা সিমোন
ষোল বছর বয়সি ওই কিশোরী আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ৷ তার শারীরিক বা মানসিক কোনও আঘাত আছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 07, 2022 10:55 AM IST