সাইরাস মিস্ত্রির শেষকৃত্যে যোগ দেন রতন টাটার সৎ মা ৯২ বছর বয়সি প্রবীণা সিমোন

Last Updated:

Cyrus Mistry's last rites: প্রখ্যাত শিল্পপতি রতন টাটার সৎ মা সিমোন টাটাও ছিলেন সাইরাসের শেষকৃত্যে ৷ হুইলচেয়ারে আসীন ৯২ বছর বয়সি সিমোন ওরলিতে সাইরাসের অন্ত্যেষ্টিতে এসেছিলেন বিশেষ ভ্যানে ৷

সাইরাস মিস্ত্রি গুজরাতের উড়ওয়াড়া থেকে মুম্বই ফেরার পথে মহারাষ্ট্রের পালঘরে প্রয়াত হন পথ দুর্ঘটনায়
সাইরাস মিস্ত্রি গুজরাতের উড়ওয়াড়া থেকে মুম্বই ফেরার পথে মহারাষ্ট্রের পালঘরে প্রয়াত হন পথ দুর্ঘটনায়
মুম্বই : সাইরাস মিস্ত্রির শেষকৃত্য মঙ্গলবার সম্পন্ন হল মুম্বইয়ে ৷ শহরের ওরলিতে তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বৃত্তের পার্সি সম্প্রদায়ের মানুষ ৷ পাশাপাশি হাজির ছিলেন শিল্পমহলের কয়েক জন বিখ্যাত ব্যক্তিত্ব এবং রাজনীতিকরা ৷ প্রখ্যাত শিল্পপতি রতন টাটার সৎ মা সিমোন টাটাও ছিলেন সাইরাসের শেষকৃত্যে ৷ হুইলচেয়ারে আসীন ৯২ বছর বয়সি সিমোন ওরলিতে সাইরাসের অন্ত্যেষ্টিতে এসেছিলেন বিশেষ ভ্যানে ৷ প্রসঙ্গত, সিমোনের ছেলে অর্থাৎ রতন টাটার বৈমাত্রেয় ভাই নোয়েল টাটার স্ত্রী হলেন প্রয়াত সাইরাসের বোন আলু মিস্ত্রি ৷ টিসিএস-এর প্রাক্তন প্রধান এস রামাদোরাই-ও এসেছিলেন সাইরাসের অন্ত্যেষ্টিতে ৷
তবে যাঁদের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ে ছিলেন সাইরাস শেষ পর্যন্ত, সেই টাটা সন্সের কোনও সিনিয়র আধিকারিককে দেখা যায়নি এদিন ৷ সাইরাসের দাদা শাপুর মিস্ত্রি, শ্বশুর তথা সিনিয়র আইনজীবী ইকবাল চাগলা, শিল্পপতি অনিল অম্বানি, অজিত গুলাবচন্দ, দীপক পারেখ, বিশাল কাম্পানি, অন্ত্রপ্রনর রনি স্ক্রুওয়ালা, স্থপতি হাফিজ কন্ট্রাক্টর, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে ও প্রাক্তন কংগ্রেস সাংসদ মিলিন্দ দেওরা উপস্থিত ছিলেন প্রয়াত শিল্পপতির শেষকৃত্যে ৷
advertisement
আরও পড়ুন :  মাথায় আঘাত থেকে রক্তক্ষরণ, দেহে একাধিক আঘাত, আর যা যা জানা গেল সাইরাস মিস্ত্রির অটোপ্সি রিপোর্টে
মঙ্গলবার সকালে জেজে হাসপাতাল থেকে সাদা ফুলে ঢাকা সাইরাসের মরদেহ আনা হয় অন্ত্যেষ্টিস্থলে ৷ কিছু ক্ষণ তাঁর দেহ শায়িত ছিল প্রিয়জনদের জন্য ৷ তাঁরা বিদায় জানানোর পাশাপাশি পারিবারিক পুরোহিত পার্সি রীতিনীতি মেনে প্রার্থনা করেন ৷ এর পর পূর্বনির্ধারিত সময় মেনে দুপুরের আগেই সম্পন্ন হয় শেষকৃত্য ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  চালকের আসনে ছিলেন নামী মহিলা চিকিৎসক, সাইরাসের সঙ্গে মার্সিডিজে ছিলেন তাঁর পারিবারিক বন্ধুরা
প্রসঙ্গত রবিবার ৫৪ বছর বয়সি সাইরাস মিস্ত্রি গুজরাতের উড়ওয়াড়া থেকে মুম্বই ফেরার পথে মহারাষ্ট্রের পালঘরে প্রয়াত হন পথ দুর্ঘটনায় ৷ তাঁরা যে মার্সিডিজে ছিলেন, দুর্ঘটনার অভিঘাতে তা তুবড়ে যায় ৷ সাইরাসের সঙ্গে ছিলেন তাঁদের পারিবারিক বন্ধু জাহাঙ্গির ও দারায়ুস পন্ডোলে এবং দারায়ুসের স্ত্রী তথা নামী স্ত্রীরোগ বিশেষজ্ঞ অনহিতা পন্ডোলে ৷ গাড়ি চালাচ্ছিলেন ৫৫ বছর বয়সি অনহিতা ৷ মার্সিডিজের সামনের আসনে তাঁর পাশে ছিলেন স্বামী দারায়ুস ৷ গুরুতর আহত অবস্থায় দু’জনেরই চিকিৎসা চলছে ৷ গাড়ির পিছনের আসনে থাকা সাইরাস এবং জাহাঙ্গির প্রয়াত হয়েছেন দুর্ঘটনায় ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সাইরাস মিস্ত্রির শেষকৃত্যে যোগ দেন রতন টাটার সৎ মা ৯২ বছর বয়সি প্রবীণা সিমোন
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement