TRENDING:

Malda News: চতুর্থী থেকেই মানুষের ঢল! মালদহের একাধিক পুজোর উদ্বোধনে সেলিব্রেটিরা

Last Updated:

উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর ঢাকে কাঠি পড়ল মালদহে। পুজোর দুই দিন আগে উদ্বোধনের মধ্যে দিয়ে সূচনা বাঙালির সেরা উৎসবের। সেলিব্রিটিদের দিয়ে মালদহ শহরের একাধিক পুজোর উদ্বোধন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর ঢাকে কাঠি পড়ল মালদহে। পুজোর দুই দিন আগে উদ্বোধনের মধ্যে দিয়ে সূচনা বাঙালির সেরা উৎসবের। সেলিব্রিটিদের দিয়ে মালদহ শহরের একাধিক পুজোর উদ্বোধন। চতুর্থীর সন্ধ্যায় মালদা শহরের একাধিক পূজোর উদ্বোধনে সেলিব্রিটিদের দেখা গেল। চতুর্থীর সন্ধ্যায় মালদহ শহরের একাধিক পুজোর উদ্বোধন হয়ে গেল। কোথাও পুজোর উদ্বোধন করতে আসলেন টলিউডের অভিনেত্রী,আবার কোথাও পুজোর উদ্বোধন করে গেলেন কাঁচা বাদাম খ্যাত ভূবন বাদ্যকর। পুজোর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে চতুর্থীর সন্ধ্যা থেকেই মালদহ শহরের রাস্তায় উৎসবের আমেজ।
advertisement

এদিন সন্ধ্যায় মালদহ শহরের একাধিক বড় বড় পূজোর উদ্বোধন করতে এসেছিলেন টলিউডের একাধিক অভিনেত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে তাদের দেখতে ভিড় জমায় বহু সাধারণ মানুষ। দুই বছর পর স্বাভাবিক ছন্দে দুর্গা উৎসব। মানুষের মধ্যে এবার যথেষ্ট আবেগ রয়েছে। পুজো শুরুর প্রায় দুই দিন আগে পুজো কমিটি গুলি উদ্বোধনের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দিচ্ছেন।

advertisement

আরও পড়ুনঃ এবার পুজোর ফ্যাশনে ফিট থাকতে 'জেন ওয়াই' ভিড় জমাচ্ছে জিমে

চতুর্থীর সন্ধ্যা থেকেই মানুষের ঢল নামে একাধিক পুজা মন্ডপে। চতুর্থীর সন্ধ্যায় মালদহ শহরের শিবাজী সংঘ, দিলীপ স্মৃতি সংঘ, প্রতিবেশী ক্লাব, বালুচর কল্যাণ সমিতি সহ একাধিক বিগ বাজেটের পুজোর উদ্বোধন করা হয়। প্রতিবছর মালদা শহরে এই বিগ বাজেটের পুজো গুলি মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু দর্শকদের কাছে। এবারও দর্শকদের মনোরঞ্জন দিতে বিগ বাজেটের পুজোগুলো নানান থিম তুলে ধরেছেন। উদ্বোধনের দিন সন্ধ্যা থেকেই উপচে পড়ল এই থিম দেখার ভিড়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো হয় উগ্র 'চামুন্ডা মতে', কঙ্কালসার দেবীর দর্শনে গা ছমছম করবে
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: চতুর্থী থেকেই মানুষের ঢল! মালদহের একাধিক পুজোর উদ্বোধনে সেলিব্রেটিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল