এদিন সন্ধ্যায় মালদহ শহরের একাধিক বড় বড় পূজোর উদ্বোধন করতে এসেছিলেন টলিউডের একাধিক অভিনেত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে তাদের দেখতে ভিড় জমায় বহু সাধারণ মানুষ। দুই বছর পর স্বাভাবিক ছন্দে দুর্গা উৎসব। মানুষের মধ্যে এবার যথেষ্ট আবেগ রয়েছে। পুজো শুরুর প্রায় দুই দিন আগে পুজো কমিটি গুলি উদ্বোধনের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দিচ্ছেন।
advertisement
আরও পড়ুনঃ এবার পুজোর ফ্যাশনে ফিট থাকতে 'জেন ওয়াই' ভিড় জমাচ্ছে জিমে
চতুর্থীর সন্ধ্যা থেকেই মানুষের ঢল নামে একাধিক পুজা মন্ডপে। চতুর্থীর সন্ধ্যায় মালদহ শহরের শিবাজী সংঘ, দিলীপ স্মৃতি সংঘ, প্রতিবেশী ক্লাব, বালুচর কল্যাণ সমিতি সহ একাধিক বিগ বাজেটের পুজোর উদ্বোধন করা হয়। প্রতিবছর মালদা শহরে এই বিগ বাজেটের পুজো গুলি মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু দর্শকদের কাছে। এবারও দর্শকদের মনোরঞ্জন দিতে বিগ বাজেটের পুজোগুলো নানান থিম তুলে ধরেছেন। উদ্বোধনের দিন সন্ধ্যা থেকেই উপচে পড়ল এই থিম দেখার ভিড়।
Harashit Singha