Malda News: এবার পুজোর ফ্যাশনে ফিট থাকতে 'জেন ওয়াই' ভিড় জমাচ্ছে জিমে

Last Updated:

কেউ চায় সিক্স প্যাক, আবার কেউ ছাতি চওড়া। পুজোয় ফিট থাকতে শরীর চর্চায় মনোযোগ। শুধু ফিট থাকতে নয়, সাথে নিত্যনতুন পোষাকের সাথে নিজের ফিটনেস বজায় রাখতে অনেকেই জিমে যাচ্ছেন। শুধু যুবকেরা নয়, এখন যুবতীদের মধ্যেও ফিটনেস বজায় রাখতে জিমে যাওয়ার হিড়িক বেড়েছে।

+
title=

#মালদহ : কেউ চায় সিক্স প্যাক, আবার কেউ ছাতি চওড়া। পুজোয় ফিট থাকতে শরীর চর্চায় মনোযোগ। শুধু ফিট থাকতে নয়, সাথে নিত্যনতুন পোষাকের সাথে নিজের ফিটনেস বজায় রাখতে অনেকেই জিমে যাচ্ছেন। শুধু যুবকেরা নয়, এখন যুবতীদের মধ্যেও ফিটনেস বজায় রাখতে জিমে যাওয়ার হিড়িক বেড়েছে। তাইতো পুজোর আগে মালদহ শহরের জিম সেন্টারে গুলিতে ভিড় বাড়ছে। অনেকেই বছর ভোর জিম করেন। তবে পুজোর আগে বেশি সময় কাটাচ্ছেন জিমে। কারণ পুজোয় নিজেকে ফিটনেস রাখতে চায় সকলেই। মিষ্টু সরকার বলেন, আমি নিয়মিত জিম করি। তবে পুজোর আগে জিম করার সময় বাড়িয়েছি। এখন একেবারে জিম করা বাদ দিচ্ছি না। পুজোর আগে ফিটনেস ধরে রাখতে এমনটা নিয়মিতই করছি।
মালদহ শহরে বর্তমানে বেড়েছে জিমে যাওয়ার প্রবণতা। সাথে বেড়েছে জিমে সেন্টারের সংখ্যা। অনেক রয়েছেন নিয়মিত জিমে শরীর চর্চা করেন। তবে পুজোর প্রায় দুই মাস আগে থেকে জিম সেন্টার গুলিতে ভিড় বাড়ছে। অতিরিক্ত মেদ ঝড়াতে জিমে গিয়ে শরীর চর্চা থেকে শারীরিক মানসিক ফিটনেস বজায় রাখতে শহরের যুবসমাজের মধ্যে এই ধারা বজায় রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ব্যাপক সাফল্য জেলা পুলিশের! ১৮টি বাইক ও ৬৪টি মোবাইল ফোন উদ্ধার
পুজো মানেই অতিরিক্ত ঘোরা থেকে ভুঁড়িভোজ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোয় আনন্দে কোন খামতি নেই। তাঁর আগে থেকেই শুরু হয় প্রস্তুতি। কেই ফিটনেস বজায় রাখতে তালিম দেওয়া শুরু করেন। আবার কেউ হেয়ার স্টাইলে মনযোগ দেন। তবে যুবক যুবতীদের মধ্যে গত কয়েক বছর ধরে ফিটনেস বজায় রাখার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পুজোর আগে থেকেই শুরু হয়ে যায় নিয়মিত শরীরচর্চা।
advertisement
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: এবার পুজোর ফ্যাশনে ফিট থাকতে 'জেন ওয়াই' ভিড় জমাচ্ছে জিমে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement