আরও পড়ুন: গৌরবকে গুলি গৌরবের! বন্ধুত্বের বিষে চলল বন্দুক
মালদহের হাতিডুবি গ্রামের এই ফাটলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই গ্রামবাসীদের বাড়িতেও ফাটল ধরতে শুরু করেছে। কীভাবে এলাকায় ফাটল শুরু হল তা বুঝে উঠতে পারছেন না বাসিন্দারা। দু’দিন আগে প্রথম ফাটল দেখা দেওয়ায় পর তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
advertisement
বর্ষায় এসে জাগায় প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। ফলে বৃষ্টির জল ফাটলের মধ্য দিয়ে মাটির ভিতরে ঢুকে যাচ্ছে। এতে আরও আতঙ্কিত গ্রামবাসীরা। তাঁদের আশঙ্কা বৃষ্টির জল মাটির ভেতর ঢুকে যাওয়ায় আগামী দিনে আরও বড় ধস নামতে পারে। স্থানীয় বাসিন্দা বেবি বিবি বলেন, দু’দিন ধরে গ্রামে ফাটল দেখা দিয়েছে। এর আগে গ্রামে এই ধরনের ঘটনা কোনদিন দেখিনি। আমরা আতঙ্কে ভুগছি। ক্রমশই ফাটল বাড়ছে। যেকোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এই বিষয়ে প্রশাসনিক কর্তাদের কোনও বক্তব্য এখনও পর্যন্ত জানা যায়নি।
হরষিত সিংহ