আরও পড়ুন: পাড় ভাঙতে ভাঙতে গ্রামের রাস্তায় উঠে এসেছে নদী! ঘুম ওড়ার জোগাড় গ্রামের মানুষের
অ্যানিমিয়া দূরীকরণ কর্মসূচির অংশ হিসেবে মেডিকেল কলেজগুলিতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসকদের পাশাপাশি এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিচ্ছেন ডাক্তারি পড়ুয়ারাও। মালদহ মেডিকেল কলেজেও এই নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসপাতালের মেডিসিন বিভাগের উদ্যোগে রক্তাল্পতা সহ রক্তের অন্যান্য রোগ যেমন হিমোফেলিয়া, থ্যালাসেমিয়া ইত্যাদি দূরীকরণ ও প্রতিরোধ বিষয়ে এই কর্মশালায় আলোচনা হয়।
advertisement
বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই রোগগুলির চিকিৎসা পদ্ধতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মালদহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান বাপি লাল বালা বলেন, আগামীতেও আমরা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করব। এই অনুষ্ঠানগুলো থেকে চিকিৎসকেরা অনেক কিছুই জানতে পারবেন। রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থা, রোগ নির্ণয় ছাড়াও বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ শিবিরের শিখে সেগুলি নিচুস্তরে সরাসরি রোগীদের উপর প্রয়োগ করতে পারেন চিকিৎসকরা।
মালদহ মেডিকেল কলেজের এই কর্মশালায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, এমএসভিপি পুরাঞ্জয় সাহা, মেডিসিন বিভাগের প্রধান বাপি লাল বালা সহ অন্যান্য বিভাগের চিকিৎসকেরা।
হরষিত সিংহ