মালদহ শহরে বর্তমানে বেড়েছে জিমে যাওয়ার প্রবণতা। সাথে বেড়েছে জিমে সেন্টারের সংখ্যা। অনেক রয়েছেন নিয়মিত জিমে শরীর চর্চা করেন। তবে পুজোর প্রায় দুই মাস আগে থেকে জিম সেন্টার গুলিতে ভিড় বাড়ছে। অতিরিক্ত মেদ ঝড়াতে জিমে গিয়ে শরীর চর্চা থেকে শারীরিক ও মানসিক ফিটনেস বজায় রাখতে শহরের যুবসমাজের মধ্যে এই ধারা বজায় রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ব্যাপক সাফল্য জেলা পুলিশের! ১৮টি বাইক ও ৬৪টি মোবাইল ফোন উদ্ধার
পুজো মানেই অতিরিক্ত ঘোরা থেকে ভুঁড়িভোজ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোয় আনন্দে কোন খামতি নেই। তাঁর আগে থেকেই শুরু হয় প্রস্তুতি। কেই ফিটনেস বজায় রাখতে তালিম দেওয়া শুরু করেন। আবার কেউ হেয়ার স্টাইলে মনযোগ দেন। তবে যুবক যুবতীদের মধ্যে গত কয়েক বছর ধরে ফিটনেস বজায় রাখার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পুজোর আগে থেকেই শুরু হয়ে যায় নিয়মিত শরীরচর্চা।
Harashit Singha





