TRENDING:

Malda News: এবার পুজোর ফ্যাশনে ফিট থাকতে 'জেন ওয়াই' ভিড় জমাচ্ছে জিমে

Last Updated:

কেউ চায় সিক্স প্যাক, আবার কেউ ছাতি চওড়া। পুজোয় ফিট থাকতে শরীর চর্চায় মনোযোগ। শুধু ফিট থাকতে নয়, সাথে নিত্যনতুন পোষাকের সাথে নিজের ফিটনেস বজায় রাখতে অনেকেই জিমে যাচ্ছেন। শুধু যুবকেরা নয়, এখন যুবতীদের মধ্যেও ফিটনেস বজায় রাখতে জিমে যাওয়ার হিড়িক বেড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : কেউ চায় সিক্স প্যাক, আবার কেউ ছাতি চওড়া। পুজোয় ফিট থাকতে শরীর চর্চায় মনোযোগ। শুধু ফিট থাকতে নয়, সাথে নিত্যনতুন পোষাকের সাথে নিজের ফিটনেস বজায় রাখতে অনেকেই জিমে যাচ্ছেন। শুধু যুবকেরা নয়, এখন যুবতীদের মধ্যেও ফিটনেস বজায় রাখতে জিমে যাওয়ার হিড়িক বেড়েছে। তাইতো পুজোর আগে মালদহ শহরের জিম সেন্টারে গুলিতে ভিড় বাড়ছে। অনেকেই বছর ভোর জিম করেন। তবে পুজোর আগে বেশি সময় কাটাচ্ছেন জিমে। কারণ পুজোয় নিজেকে ফিটনেস রাখতে চায় সকলেই। মিষ্টু সরকার বলেন, আমি নিয়মিত জিম করি। তবে পুজোর আগে জিম করার সময় বাড়িয়েছি। এখন একেবারে জিম করা বাদ দিচ্ছি না। পুজোর আগে ফিটনেস ধরে রাখতে এমনটা নিয়মিতই করছি।
advertisement

মালদহ শহরে বর্তমানে বেড়েছে জিমে যাওয়ার প্রবণতা। সাথে বেড়েছে জিমে সেন্টারের সংখ্যা। অনেক রয়েছেন নিয়মিত জিমে শরীর চর্চা করেন। তবে পুজোর প্রায় দুই মাস আগে থেকে জিম সেন্টার গুলিতে ভিড় বাড়ছে। অতিরিক্ত মেদ ঝড়াতে জিমে গিয়ে শরীর চর্চা থেকে শারীরিক মানসিক ফিটনেস বজায় রাখতে শহরের যুবসমাজের মধ্যে এই ধারা বজায় রয়েছে।

advertisement

আরও পড়ুনঃ ব্যাপক সাফল্য জেলা পুলিশের! ১৮টি বাইক ও ৬৪টি মোবাইল ফোন উদ্ধার

পুজো মানেই অতিরিক্ত ঘোরা থেকে ভুঁড়িভোজ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোয় আনন্দে কোন খামতি নেই। তাঁর আগে থেকেই শুরু হয় প্রস্তুতি। কেই ফিটনেস বজায় রাখতে তালিম দেওয়া শুরু করেন। আবার কেউ হেয়ার স্টাইলে মনযোগ দেন। তবে যুবক যুবতীদের মধ্যে গত কয়েক বছর ধরে ফিটনেস বজায় রাখার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পুজোর আগে থেকেই শুরু হয়ে যায় নিয়মিত শরীরচর্চা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: এবার পুজোর ফ্যাশনে ফিট থাকতে 'জেন ওয়াই' ভিড় জমাচ্ছে জিমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল