আরও পড়ুন: প্রশাসনের অপেক্ষায় না থেকে ডেঙ্গি সচেতনতায় এগিয়ে এলেন গ্রামবাসীরা
সারের কালোবাজারির রুখতে চলতি মরশুম থেকে পিওএস ডিভাইসের মাধ্যমে সার বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। পাইকারি দোকান থেকে শুরু করে খুচরো ব্যবসায়ী সবাইকে এই পদ্ধতিতেই সার বিক্রি করতে হবে বলে পরিষ্কার জানিয়ে দেয় কৃষি দফতর। কিন্তু তারপরেও একাধিক ব্যবসায়ী সরকারি নির্দেশিকা অমান্য করে সার বিক্রি করছেন। এদিকে নিয়মিত নজরদারি শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেই নজরদারিতেই হাতেনাতে ধরা পড়েছেন একাধিক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেওয়া হল।
advertisement
মালদহ জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, প্রতিটি ব্লক স্তরে নিয়মিত এই নজরদারি চলছে। তদন্তে গাফিলতি ধরা পড়ায় বিভিন্ন ব্লকের ২০ জন ব্যবসায়ীকে সার বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ীরা পিওএস ডিভাইস ব্যবহার না করে সার বিক্রি করছিলেন। এই ধরনের অভিযান নিয়মিত চালাচ্ছে কৃষি দফতরের কর্তারা। ব্লক স্তরের প্রতিটি ব্যবসায়ীদের গোডাউন ঘর নিয়মিত পরিদর্শন করছেন দফতরের কর্তারা। কোথাও কোনও গাফিলতি পেলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই প্রসঙ্গে মালদহ জেলা কৃষি দফতরের কর্তা দেবনাথ মজুমদার বলেন, আমরা নিয়মিত নজরদারি চালাচ্ছি গোটা জেলাজুড়ে। কোথাও কোনও বেনিয়ম ধরা পড়লে কড়া পদক্ষেপ করা হচ্ছে। সাময়িক লাইসেন্স বাতিল, বিক্রি বন্ধ সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করছি। পিওএস ডিভাইস ব্যবহার না করলে ব্যবসায়ীদের শাস্তি পেতেই হবে।
হরষিত সিংহ